ফের চোট কে কে আর শিবিরে।

অধিনায়ক শ্রেয়াস আয়ার পিঠের চোটের কারণে গোটা আই পি এল এ‌ই অনিশ্চিত।লন্ডনে বিশেষজ্ঞ শল্য চিকিৎসকের অধীনে তার অস্ত্রপ্রচার হ‌ওয়ার কথা।কবে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার বাইশ গজে ফিরবেন সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। দলের অন্যতম নির্ভরযোগ্য পেস বোলার লকি ফার্গুসনও চোটগ্রস্থ হ‌ওয়ায় প্রথম কয়েকটি ম্যাচে অনিশ্চিত। এমতাবস্থায় কে কে আর শিবিরে চিন্তা বাড়াল নীতিশ রানার চোট।

শ্রেয়াসের অনুপস্থিতিতে যাকে এবারের সম্ভাব্য নাইট অধিনায়ক ভাবা হচ্ছে তিনি গতকাল অনুশীলন চলাকালীন বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন।যদিও নীতিশ নিজে জানিয়েছেন চোট তেমন গুরুতর নয়, তবুও তিনি চোটমুক্ত না হ‌ওয়া পর্যন্ত কে কে আর ম্যানেজমেন্ট এর স্বস্তিতে থাকার কথা নয়। এমনিতেই শাকিব আল হাসান ও লিটন দাস কে শুরুতে না পাওয়ায় কে কে আর এর পূর্বপরিকল্পনা বেশ ধাক্কা খেয়েছে। সেইসঙ্গে একাধিক ক্রিকেটারের চোটের কারণে আপাতত পরিস্থিতি বেশ প্রতিকূল।আজ ইডেনে সি এ বি একাদশের বিরুদ্ধে প্রস্তাবিত প্রস্তুতিম্যাচে চন্দ্রকান্ত পন্ডিত তাই স্বাভাবিকভাবেই দলের রিজার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিতে চাইবেন। দলের ব্যাটিং লাইনআপ এর ভরকেন্দ্র আন্দ্রে রাসেল যে চিরপরিচিত ছন্দে আছেন তার ইঙ্গিত নেটেই পাওয়া গেছে। আজকের ম্যাচে তাকে কতটা ধ্বংসাত্মক ভুমিকায় দেখা যাবে সে নিয়েও কৌতুহল থাকবে কে কে আর কোচের।আই পি এল এ কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ অবশ্য ৫ ই এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাব এর বিরুদ্ধে তাদের মাঠে।তার আগে অবশ্য দল গুছিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় মজুত পন্ডিতজীর কাছে।