দিল্লী ক্যাপিট্যালস এর গত বছরের অধিনায়ক ঋষভ পন্থ গাড়ি দূর্ঘটনায় মারাত্মক আহত হওয়ার পরিনতিতে আপাতত চলতি বছরের বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলে অনিশ্চিত।আসন্ন আই পি এল এ ও তার খেলার কোন সম্ভাবনা না থাকায় দিল্লী ক্যাপিট্যালস কতৃপক্ষ অবশেষে পন্থের পরিবর্ত ক্রিকেটার খুঁজে নিতে বাধ্য হলেন।এ বছরের রঞ্জি ট্রফি রানার্স বাংলা দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান অভিষেক পোড়েলকে দলে নেওয়া হয়েছে। সাম্প্রতিককালে রঞ্জিতে বাংলার প্রদর্শন আক্ষরিক অর্থেই চমকপ্রদ।শেষ তিন বছরে বাংলা দুবারের রানার্স এবং একবারের সেমিফাইনালিস্ট।সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অভিষেকের পারফরম্যান্স সর্বভারতীয় ক্ষেত্রে প্রচারের পাদপ্রদীপের আলোয় আসার সুবাদে তিনি আপাতত ক্রিকেট মহলের কৌতুহলী চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু বলা যেতে পারে।দিল্লী ফ্র্যাঞ্চইজি যে তাতে প্রভাবিত এমনটা মনে করার কারন যে যুক্তিসঙ্গত সেটা এই নির্বাচনেই মোটামুটি স্পষ্ট।
এ মাসের গোড়ায় দিল্লী ক্যাপিট্যালস ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় এর সক্রিয় তত্ত্বাবধানে কলকাতায় শিবির বসেছিল শ্রেয়াস আয়ার এর প্রাক্তন আই পি এল দলের।অভিষেক সংক্রান্ত আলোচনা প্রাক্তন বিসিসিআই সভাপতির পৌরহিত্যে সেই সময় গতি পেয়ে থাকলে তার ইতিবাচক ফলশ্রুতি আজকের এই ঘোষণা যা বঙ্গ উইকেটরক্ষকের কেরিয়ারের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে বিবেচিত হওয়ার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি টোয়েন্টি লিগের পঞ্চদশ সংস্করণে মনোজ তিওয়ারিদের অনুজ সতীর্থ তার প্রতিভার প্রতি যথাযোগ্য সুবিচার প্রদর্শন করতে পারলে অদূর ভবিষ্যতে দীপ দাশগুপ্ত ও ঋদ্ধিমান সাহার পর আরও এক বাঙালি উইকেটরক্ষকের জন্য জাতীয় দলের দরজা খুলে যেতে পারে বলে আশা এ রাজ্যের ক্রিকেট মহলের।