এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূত্রে সরকারিভাবে জানানো হয়েছে চলতি বছরের এশিয়া কাপ পূর্বনির্ধারিত কর্মসূচি মেনে পাকিস্তানের মাটিতেই অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে এই ঘোষণাও করা হয়েছে যে গ্রুপ লিগ এবং তার পরবর্তী পর্যায়ে ভারতীয় দলের সমস্ত ম্যাচ নিরপেক্ষ কোন কেন্দ্রে আয়োজিত হবে যদিও তার নাম এখনও চূড়ান্ত নয়। গতবছর থেকেই পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ আয়োজন নিয়ে টালবাহানা চলছে। বিসিসিআই সচিব জয় শাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন ভারত কোন পরিস্থিতিতেই পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলবে না। তৎকালীন পাক বোর্ড প্রেসিডেন্ট রমিজ রাজা পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন সেক্ষেত্রে ২০২৩ এ ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য একদিনের ক্রিকেটের বিশ্বকাপেও পাকিস্তান খেলবে কিনা সে বিষয়টিও বিবেচনা করে দেখার প্রয়োজন আছে। মূলতঃ রাজনৈতিক কারণেই ভারত পাক ক্রিকেট ম্যাচ বেশ কয়েকবছর ধরে আই সি প্রতিযোগিতা এবং এশিয়া কাপ ব্যতিরেকে বন্ধ রয়েছে।ভারত সরকারের অনুমতি ছাড়া ভারতীয় দলের পাক সফরের ক্ষেত্রে প্রচলিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা কার্যত শূন্য। এমতাবস্থায় প্রতিবেশী দুই ক্রিকেট বোর্ডেরই অনমনীয় অবস্থানে এশিয়া কাপের ভবিষ্যত নিয়ে যে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল তা আপাতত দূর হল বলেই মনে করা হচ্ছে।
এশিয়া কাপে ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও একটি যোগ্যতা অর্জনকারী দেশকে রাখা হয়েছে।অন্য গ্রুপের তিনটি দল হল শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপ পঞ্চাশ ওভারের প্রতিযোগীতা হিসেবে আয়োজিত হওয়ার কথা।গ্রুপ পর্যায়ে ভারত পাক ম্যাচ ছাড়াও পরবর্তী রাউন্ডেও দুই দলের সম্ভাব্য দ্বৈরথ নিরপেক্ষ কেন্দ্রে অনুষ্ঠিত হলেও তুল্যমূল্য প্রতিদ্বন্দ্বিতার নিরিখে তা কম আকর্ষক হবে বলে মনে হয় না।ভারত পাকিস্তান দুই দলই শেষ পর্যন্ত ফাইনাল উঠলে সেটা প্রতিযোগিতার সামগ্রিক রোমাঞ্চকর সাফল্যেরর সেরা বিজ্ঞাপন হিসেবে স্বীকৃত হবে তাতে কোন সন্দেহ নেই। নিরপেক্ষ কেন্দ্রের নাম এখনও চূড়ান্ত না হলেও ওয়াকিবহাল মহলের অনুমান সম্ভাব্য আয়োজক হিসেবে দৌড়ে সবচেয়ে এগিয়ে দুবাই।