বিরাট কোহলির মতে ভারতীয় দলের “ওয়ার্স্ট রানার” কে?

 

ভারতীয় দলের খেলোয়াড়দের মধ্যে অন্যতম ফিট খেলোয়াড় বিরাট কোহলি। শুধুমাত্র নিজের দৌড়োনো দিয়ে ফিল্ডিংই নয়, বরং একরানকে দুই এবং দুই রানকে তিনে পরিবর্তন করতেও ওস্তাদ তিনি। এইভাবেই বিভিন্ন সময়ে সাদা বলের ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে একজন অ্যাসেট হয়ে উঠেছেন বিরাট। টেস্ট ক্রিকেটেও কঠিন সময়ে তাঁর এই রান করার ক্ষমতা অনেক সময় উপকারী হয় ভারতীয় দলের ক্ষেত্রে।

সম্প্রতি একটি ইন্টারভিউতে বিরাটকে প্রশ্ন করা হয় যে ভারতীয় দলের সবচেয়ে ‘খারাপ’ রানার কে? উত্তরে ভারতীয় টেস্ট দলের অবিচ্ছেদ্য সদস্য চেতেশ্বর পূজারার নাম বলেন বিরাট। তাঁর নাম বলার সঙ্গে সঙ্গেই ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সেঞ্চুরিয়ান টেস্টের কথা উল্লেখ করেন প্রাক্তন ভারত অধিনায়ক।

তিনি বলেন, “২০১৮ সালের সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম ইনিংসে আমি ডাগআউটে যখন এসে বসি তখন আমি সেলেব্রেশনের আওয়াজ শুনতে পাই। আমি বড়ো পর্দায় রিপ্লে দেখি এবং দেখি যে পূজারা ইনিংসের প্রথম বল মিড অনে ঠেলে সিঙ্গেল নিতে গিয়ে আউট হয়ে যায়। সম্ভবত বলটা লুঙ্গি এনগিডি ছুড়েছিল।”

তিনি আরো বলেন, “দ্বিতীয় ইনিংসে পার্থিব প্যাটেল গালির দিকে বল ঠেলে দুই রান নিয়েছিল এবং সেখানে এবি ডে’ভিলিয়ার্স ছিল, কিন্তু তাও পূজারা তৃতীয় রানের জন্য দৌড়োয় এবং কুইন্টন ডিকক বেল তুলে আউট করে দেয় ওকে। আমি অবাক হয়ে ওকে বলি যে কিভাবে তুমি এতো সাহসী হলে যে মাঠের সবচেয়ে দ্রুততম খেলোয়াড়ের হাতে বল থাকতেও দৌড়োলে।”