দশ হাজার রান। একের পর চারটে মূল্যবান শূন্য বসাতে তাঁকে খেলে জেতে হয়েছে দীর্ঘ ৯টি বছর। মোহনবাগান দলে তিনি যোগ দেওয়ার সময়ে সঙ্গী ছিলেন সঞ্জীব সান্যাল, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদাররা এবং আজ এই ৯ বছর পর হয়েছে অনেক ওলোটপালোট। এখন দলে তাঁর সতীর্থ সুদীপ চট্টোপাধ্যায়, বিবেক সিংরা। এই ওলোটপালোটের মধ্যে ৯ বছরের জন্য যেন ধ্রুবক থেকেছে সবুজ মেরুন জার্সিতে জয়জিৎ বসুর উপস্থিতি। সেই উপস্থিতি আদতে ভীষণ রকম উজ্জ্বল। তিন ফরম্যাট মিলিয়ে আজকের দিন অবধি ১০,০১৯ রান, ৩৩টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফ-সেঞ্চুরিই প্রমান দেয় সেই ঔজ্জ্বল্যের। কিন্তু এতো কিছুর পরেও বাংলার হয়ে ম্যাচের সংখ্যা মাত্র তিন। সম্পূর্ণ অবোধ্য কারণে বাংলার জার্সিতে দেখা যায়নি তাকে। আজ সব কিছু নিয়ে “উইলোর উইল”-এ অকপট জয়জিৎ।
প্রশ্ন:- অভিনন্দন জয়জিৎদা।
জয়জিৎ:- ধন্যবাদ। ধন্যবাদ।
প্রশ্ন:- মোহনবাগান ক্লাব। একটা এতো বড়ো ক্লাব এবং সেইখান থেকে ১০,০০০ রান। কতটা ভালো লাগছে?
জয়জিৎ:- খুবই ভালো লাগছে। আমি কোনোদিন ভাবিনি যে ১০,০০০ রান করবো বলে ক্লাব খেলছি। ইন দ্য প্রসেস হয়ে গিয়েছে।
প্রশ্ন:- আজকে যখন ব্যাট করতে নামছিলে রেকর্ডের ব্যাপারে জানতে?
জয়জিৎ:- আজকে নয় এই সিজন থেকেই অ্যাওয়ার ছিলাম। এই সিজনের আগেই জানতাম যে এতো রান করলে হয়ে যাবে। আমাদের ক্লাবের যাঁরা স্ট্যাটিসটিক্স রাখেন তাঁরাই আমাকে জানিয়েছিলেন।
প্রশ্ন:- এই বছর তোমাকে চেনা ছন্দে দেখা যাচ্ছেনা। কি বলবে?
জয়জিৎ:- না না, ইটস ওয়ান ইনিংস অ্যাওয়ে। এখনও আমরা নক-আউট বা বিগ ম্যাচেস খেলিনি। তাছাড়া আমার কোভিড হয়েছিল। এপ্রিল মাসে ম্যাচ খেলার পর আমি দৌড়োনো শুরু করি নভেম্বরে। খুব ভয়ঙ্কর কোভিড হওয়ায় হয়তো প্রস্তুতি কম হয়েছে। আমি জানতাম না খেলতেই পারবো কিনা। আমাকে ডাক্তাররা বলেছিলেন হয়তো খেলতে পারবো না। আমি খুশি যে আমি খেলতে পারছি।
প্রশ্ন:- কাল কি মাইন্ডসেট থাকবে তোমার?
জয়জিৎ:- না না, কাল মাইন্ডসেট বলতে দলের যা দরকার তাই। আমাদের লিড নিতে আর কিছু রান বাকি আছে এবং সেটা হওয়ার পর কতো লিডে ডিক্লেয়ার করা হবে সেটা কোচ এবং টিম ম্যানেজমেন্ট যেরকম সিদ্ধান্ত নেবে এবং আমি যা নির্দেশ পাবো সেরকমই ব্যাট করার চেষ্টা করবো।
প্রশ্ন:- মোহনবাগানের হয়ে ১০,০০০ রান এবং ২০১১ সি.কে.নাইডু ট্রফিতে ৯৪.১৭ গড়ে ৫৬৫ রান। এতো কিছুর পরেও ফার্স্ট ক্লাস ম্যাচ মাত্র তিনটি। কি বলবে?
জয়জিৎ:- এটা তো সিএবি বলতে পারবে কেন আমাকে কামব্যাক করার জায়গা দেওয়া হয়নি। আই স্টিল ডোন্ট নো এতো রান করার পরেও কেন? আমাকে ড্রপ করার পর আমি এতো রান করার পরেও কেন? এভরিবডি হ্যাজ গট আ চান্স টু কামব্যাক অ্যান্ড শো হোয়াট দে হ্যাভ। কেন আমার কাছে এই সুযোগ আসেনি আমি সত্যিই জানিনা।