নতুন রেকর্ড জাদেজার। ছাপিয়ে গেলেন ম্যাকগ্রাকে।

আজ ২০২২-২৩ সালের বর্ডার গাভাস্কার ট্রফির উদ্বোধনী টেস্টে বেশ বিক্রমের সঙ্গে বল করেছেন রবীন্দ্র জাদেজা। দীর্ঘদিন পর চোট থেকে ফিরে আজ অস্ট্রেলীয় ব্যাটিংকে সম্পূর্ণ বেলাইন করে দিয়েছেন জাড্ডু।
আজ তার ঝুলিতে মারনাস লাবুশেন, ম্যাট রেনশ,স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডস্কোম্ব এবং টড মারফি। নিজের এই অনবদ্য ফিরে আসার দিনে অজি কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রাকে ছাপিয়ে গেলেন রবীন্দ্র জাদেজা।


বর্ডার গাভাস্কার ট্রফিতে বোলিং গড়ের হিসেবে ম্যাকগ্রার গড় ছিল ১৮.৬৪, আজ ৫/৪৭ বোলিং ফিগার নেওয়ার পরে বর্তমানে জাদেজার উক্ত টুর্নামেন্টে বোলিং গড় ১৮.২২।
এছাড়াও আজ টেস্ট উইকেটের হিসেবে ভগবত চন্দ্রশেখরকে টপকে গেলেন জাদেজা। বর্তমানে তার উইকেট সংখ্যা ২৪৭।
অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিন আজ আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ করলেন নিজের ৬৫০তম উইকেট এবং মহম্মদ শামি নবম ভারতীয় হিসেবে পূর্ণ করলেন ৪০০ আন্তর্জাতিক উইকেটের কোটা।