আজ দিনের শুরুতে মনোজ তিওয়ারি এবং শাহবাজ আহমেদের ওপর যে দায়িত্ব ছিল বল দেখে খেলে একটি বড়ো স্কোর তৈরির, সেই লড়াইতে শাহবাজ ব্যর্থ হলেও ইনিংসটা বেশ ধরে নিয়েছিলেন অভিষেক পোড়েল।
ইনিংসের শুরুতে ছিলেন স্থিতধী এবং তারপরে পুল, কাটের ছড়াছড়ি করে ইনিংস এগিয়ে নিয়ে গেলেন অভিষেক। যদিও উল্টোদিকে ছিলেন কিছুটা ছন্দ হারানো মনোজ তিওয়ারি, যিনি আত্মবিশ্বাসী রান করতে পারছিলেন না একেবারেই। কিন্তু এই আত্মবিশ্বাস হারানো মনোজের উইকেটে টিকে থাকাই যেন বাংলার কাছে হয়ে দাঁড়িয়েছিল অনেক বড়ো কারণ মনোজ কিছুক্ষণ থাকলে অভিষেক পোড়েল হয়তো স্ট্রোক খেলা শুরু করতেন আরো।
কুমার কার্তিকেয়র হঠাৎ লাফিয়ে ওঠা বলের কোনো উত্তর দিতে না পেরে ব্যক্তিগত ৪২ রানে ফিরে যান মনোজ। এরপর প্রদীপ্ত প্রামাণিকের সঙ্গে হওয়া ভুল বোঝাবুঝিতে রান আউট হন সদ্য অর্ধশতক করা অভিষেক পোড়েল।
৪১৯-৭ হয়ে যাওয়ার পর ৪৫০ হওয়া ছিল বড়ো চ্যালেঞ্জ। আকাশদীপ কার্তিকেয়র বল মিস করে বোল্ড হওয়া, প্রদীপ্ত প্রামাণিকের তুলে মারতে গিয়ে কাউ কর্নারে ক্যাচ দেওয়ার পর কার্তিকেয়র বলে ঈশান পোড়েল লেগ বিফোর হতেই বাংলার ইনিংস শেষ হলো ৪৩৮ রানে।
পাটা উইকেটের বিচারে একটু কম হলো কি? সময়ই বলবে।