প্রকাশিত হলো আইপিএল ম্যাচ তালিকা

চলতি মার্চ মাস থেকেই শুরু হতে চলেছে পঞ্চদশ আইপিএলের আসর। এই মরশুমে আইপিএলের টাইটেল স্পনসর হলো টাটা গ্রুপ।

মার্চ মাসের ২৬ তারিখ ভারতের সবচেয়ে বড়ো ক্রিকেট উৎসবের সূচনা হতে চলেছে। প্রথম ম্যাচে মুখোমুখি বিগতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স।

প্রসঙ্গত, এই বছরের আইপিএল হতে চলেছে দশটি দলকে নিয়ে। দল তালিকায় নবতম সংযোজন গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। এই মরশুমে দশটি দলকে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। বর্তমানে খেলার নিয়ম হলো প্রতিটি দল নিজেদের গ্রুপের চারটি দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে এবং অন্য গ্রুপের পাঁচটি দলের সঙ্গে একটি করে ম্যাচ। অর্থাৎ সর্বমোট একটি দল ১৩টি ম্যাচ পাবে।

মোট ৬৫ দিন ধরে এই মরশুমের খেলা চলবে এবং ৭০টি মোট ম্যাচ হবে। ২২শে মে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস এর ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ লিগের ম্যাচ। এরপর এক সপ্তাহ প্লে-অফ চলবে যার শেষ হবে ২৯শে মে আইপিএল ফাইনাল দিয়ে। এই মরশুমে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা দিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে যারা ছিলো গতবারের ফাইনালিস্ট। এমন ঘটনা মাত্র দুবার এর আগে ঘটেছে। ২০১৭ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মরশুমের শুরুতে মুখোমুখি হয় এবং ২০২০ সালে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস নিজেদের মধ্যে মুখোমুখি হয়। এই নিয়ে ফাইনালিস্টদের পরের মরশুমের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়া এই প্রথম।