ভারতীয়দের মধ্যে কোনো প্রতিপক্ষ দলের বিরুদ্ধে ১০০ আন্তর্জাতিক উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে কপিল দেব, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন এবং হরভজন সিংয়ের।
অনিল কুম্বলে ১০০-র বেশি উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের বিরুদ্ধে। কপিল দেব নিয়েছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এরপর রবিচন্দ্রন অশ্বিন আসেন যিনি ১০০ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলংকার বিরুদ্ধে। সর্বশেষ হরভজন সিং যার এই রেকর্ড রয়েছে শুধু অস্ট্রেলিয়া এবং শ্রীলংকার বিরুদ্ধে। ভারতের সর্বকালের সেরা অলরাউন্ডার কপিল দেবকে টপকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক হওয়ার নজির আগেই গড়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন।
এবার নিজের নাম আরো একটি রেকর্ড বইতে নথিভুক্ত করলেন ভারতের এই অফ-স্পিনার। শ্রীলংকা দলের বিরুদ্ধে মোট ১০০টি আন্তর্জাতিক উইকেট হলো তাঁর।
এর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই রেকর্ড আছে অনিল কুম্বলে এবং হরভজন সিংয়ের।
উল্লেখ্য অশ্বিন শ্রীলংকার বিরুদ্ধে টেস্টে ৫৬টি, ওডিআইতে ৩২টি এবং টিটোয়েন্টিতে ১৩টি উইকেট পেয়েছেন।