এবারের পঞ্চদশ আইপিএল শুরু হচ্ছে ২৬ শে মার্চ, যার নতুন স্পনসর টাটা। আইপিএল চেয়ারম্যান তাঁর সর্বশেষ বিবৃতিতে বলেছেন যে এবারের আইপিএল দর্শকপূর্ণ স্টেডিয়ামে আয়োজন করা হবে, তা আইপিএল ভক্তদের পক্ষে অত্যন্ত সুখকর, মাঠে গিয়েই হোক বা ঘরের ছোট বা এলইডি স্ক্রিনেই হোক না কেন!
করোনা অতিমারিতে এটা যেন একটা চ্যালেঞ্জও বটে, কেননা গত দু’বারই দেশের মাঠে আইপিএল শুরু করে মাঝপথে বিদেশে স্থানান্তরিত করা হয় আইপিএল। তবে ধারণা করা হচ্ছে এই পঞ্চদশ আইপিএল-টি কিছুটা তো আলাদা বটেই, তা নতুন স্পনসর ও দলের অন্তর্ভুক্তিই হোক বা দুটি ইউনিটে দলগুলির ভাগাভাগি।
তবে দুঃখের বিষয়, শুধুমাত্র মুম্বাই এবং মহারাষ্ট্রের মাঠেই দর্শকরা মাঠে উপস্থিত থেকে এটি উপভোগ করতে পারবেন।
ওয়াংখেড়ে, ব্রাবোর্ন, ডিওয়াই পাটিল, এবং পুণের এম সি এ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচগুলির আয়োজন করা হবে।
দশটা টিমকে দুটো ইউনিটে ভাগ করা হবে এবং সর্বোচ্চ ম্যাচ সংখ্যা ৭৪ ।
প্রতি ইউনিটে পাঁচটি করে টিম, এবং প্রতিটি টিম তার নিজের ইউনিটের টিমের সাথে দুবার করে অর্থাৎ ৮ বার এবং অপর ইউনিটের ৪টি দলের সাথে একবার করে এবং একটি দলের সাথে দু বার অতএব সর্বমোট ১৪ টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল।
অনেক বছর পর আবার আইপিএলে নতুন দল ও নতুন নিয়মের সংযুক্তিকরণ।
আমাদের কোলকাতার দল কেকেআর তথা নাইটদের গ্রুপ তথা ইউনিটে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, লক্ষ্ণৌ সুপারজায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালসের , বলা চলে প্রায় নর্থ ইন্ডিয়ান ইউনিট। এদের প্রত্যেকের সাথে দুটি করে ম্যাচ খেলবে নাইট রাইডার্স-রা। এবং অপর ইউনিটে রয়েছে চার বারের আইপিএল জয়ী ধোনির চেন্নাই, বিরাটের ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, যেন এক দক্ষিণ ভারতীয় ইউনিট, তাদের সাথে অতিথি পাঞ্জাব কিংস এবং গুজরাট লায়ন্স।
এবং এই দ্বিতীয় ইউনিটের সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে কেকেআর খেলবে মোট দুটি ম্যাচ ও বাকি দলগুলোর সাথে একটি করে।
আগের নিয়ম অনুযায়ী পয়েন্ট শীর্ষে থাকা প্রথম চারটি দলই জায়গা পাবে প্লে অফে, ইউনিট অনুযায়ী কোন ভিন্ন পয়েন্ট টেবিল এক্ষেত্রে থাকবে না।
তেমনই ধোনির চেন্নাই বিপরীত ইউনিটের ভারত অধিনায়ক রোহিত এর মুম্বাই এর সাথে খেলবে।
আর ব্যাঙ্গালোর ও রাজস্থান নিজেদের মধ্যে খেলবে দুটি করে ম্যাচ ।
এখনও খেলার সূচী ঘোষণা হয়নি, তবে সূত্র অনুযায়ী মার্চের প্রথম সপ্তাহেই বিশ্বের সবচেয়ে বড়ো ক্রিকেট লিগটির সূচী ঘোষণা হবে।