কেমন হলো আইপিএল খেলোয়াড়দের বাসস্থান?

আগামী ২৬ তারিখ থেকে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের মাটিতে বসতে চলেছে পঞ্চদশ আইপিএলের আসর। এই আইপিএলের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে মুম্বাইতে।

খেলোয়াড়দের সুবিধার কথা মাথায় রেখে মুম্বাইয়ের সংশ্লিষ্ট স্থানের হোটেলগুলোতেই খেলোয়াড়দের থাকার ব্যবস্থা হয়েছে। বলাই বাহুল্য সবকটি হোটেলই বিলাসবহুল পাঁচতারা হোটেল।

পাঞ্জাব কিংস দল থাকতে চলেছে মুম্বাইয়ের রেনেসাঁ হোটেলে। হায়দ্রাবাদ দলের বাসস্থান আইটিসি মারাঠা হোটেল। চেন্নাই সুপার কিংস দলের বাসস্থান ট্রাইডেন্ট নরিমান পয়েন্ট। ঘরোয়া দল মুম্বাই ইন্ডিয়ান্স থাকবে ট্রাইডেন্ট বিকেসিতে। কলকাতা নাইট রাইডার্স দল থাকবে আইটিসি গ্র্যান্ড সেন্ট্রাল, দিল্লি ক্যাপিটালস থাকবে তাজ প্যালেস এবং রাজস্থান রয়্যালস থাকবে গ্র্যান্ড হায়াত হোটেলে। এছাড়া বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থাকবে তাজ ল্যান্ডস এন্ড হোটেলে।

এছাড়া নবাগত লখনৌ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটানস থাকবে তাজ ভাইভান্টা এবং জে.ডব্লু.ম্যারিয়ট হোটেলে।