বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সেমিফাইনালে পৌঁছলো ভারতের মহিলা ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচ হেরে অভিযান শুরু করার পরে পরপর পাকিস্তান এবং বার্বাডোজকে হারিয়ে গ্ৰুপ ‘এ’ থেকে সেমিফাইনালে জায়গা করে নিলো ভারতীয় দল।
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শেফালী ভার্মা (৪৩) এবং জেমাইমা রদ্রিগেজ (৫৬) -এর দাপটে নির্ধারিত ২০ ওভারে ১৬২ রান তোলে ভারত। এরপর রেণুকা সিং (১০/৪)- এর দাপটে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬২ রান তুলতে সক্ষম হয় বার্বাডোজ।
আজ অন্য গ্ৰুপের ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড ম্যাচের বিজয়ীর সঙ্গে আগামী ৬ই আগস্ট সেমিফাইনাল খেলবে ভারত। ‘এ’ গ্ৰুপের অন্যদল হিসেবে আগেই সেমিফাইনালে পৌঁছেছে অস্ট্রেলিয়া।
প্রসঙ্গত চলতি কমনওয়েলথ গেমসে এখনও অবধি পাঁচটি সোনা সহ ১৮টি পদক পেয়ে এই মুহূর্তে পদক তালিকায় সাত নম্বরে আছে ভারত।