২০২৮-এ লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হতে চলা অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির সম্ভবনা অনেকটাই বাড়ল।
একাধিক সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ২০২৮ এর অলিম্পিকের আয়োজক কমিটি আইসিসিকে ফাইনাল প্রেজেন্টেশন দিতে অনুরোধ করেছে। এর আগে ২৩টি খেলাকে লস এঞ্জেলেস অলিম্পিকে অন্তর্ভুক্তির বিষয়ে কথাবার্তা চললেও সেখান থেকে ৯টি খেলাকে এখনও অবধি বেছে নেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য, যার মধ্যে ক্রিকেট ছাড়াও ক্যারাটে, বেসবল/ সফটবল, কিকবক্সিং, স্কোয়াশ এর মতো খেলাগুলি রয়েছে। আগামী বছরের মাঝামাঝি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির মুম্বাই মিটিংয়ের সময়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে ওয়াকিবহাল মহলের মত। আইসিসির এক মুখপাত্র এই বিষয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন যে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি, আইসিসির আগামী লক্ষ্য গুলোর মধ্যে একটা।
সুতরাং ক্রিকেটপ্রেমীরা অলিম্পিকের মঞ্চে ক্রিকেট দেখার আশায় বুক বাঁধতেই পারেন।