বাংলার উঠতি প্রতিভা এবং মহিলা ক্রিকেটারদের উৎসাহিত করতে সিএবি এবং কলকাতা নাইট রাইডার্সের যৌথ উদ্যোগে এক সারাদিনব্যাপী ক্যাম্পের আয়োজন করা হয়েছে ১১ই আগস্ট ইডেন গার্ডেন্সে। এই ক্যাম্পে বাংলার মহিলা ক্রিকেট দল এবং মেয়রস কাপ জয়ী দলের সদস্যরা উপস্থিত থাকবে।
বৃহস্পতিবার বিকেলে এই খবর জানিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, ‘সিএবির লক্ষ্যই হচ্ছে বাংলার তরুণ প্রতিভাদের উন্নতির জন্য সবরকম সহযোগিতা করা। এর জন্য সারা জেলা সহ বিভিন্ন স্তরে প্রচুর প্রতিযোগিতা, ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। এই একই লক্ষ্যকে সামনে রেখে এমন একটা ক্যাম্পের আয়োজন করার জন্য কেকেআর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। কেকেআর ম্যানেজমেন্টও এখানকার উঠতি প্রতিভাদের উন্নতির লক্ষ্যে কাজ করতে চায় আর সেই কারণেই তারা বিগত কিছু বছর নিজেদের মেয়রস কাপের সঙ্গে যুক্ত রেখেছে।’
কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইসোরও সিএবি সভাপতির কথার রেশ ধরেই বলেন, ‘কলকাতা তথা বাংলার উঠতি প্রতিভাদের তুলে আনার লক্ষ্যেই তাঁরা মেয়রস কাপের সঙ্গে যুক্ত আছেন। সেই এবছর বাড়তি যোগ হচ্ছে ইডেনের এই একদিনের ক্যাম্প যেখানে বাংলার মহিলা ক্রিকেটাররাও উপস্থিত থাকার সুযোগ পাবেন।’ তিনি আরও জানান যে এই ক্যাম্পে অভিষেক নায়ার, ওঙ্কার সালভী- দের মতো নাইট একাডেমির কোচরা ছাড়াও কয়েকজন খেলোয়াড়ও উপস্থিত থাকবেন।