শেষ ওভারের থ্রিলারে ভারতকে হারিয়ে ‘প্রতিশোধ’ পাকিস্তানের

ভারত-পাকিস্তানের ম্যাচ মানেই একটু বাড়তি উত্তেজনা। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয় এই দুটি দলকে। রাজনৈতিক অস্থিরতার কারণে এ দুটি দেশের মধ্যে প্রায় এক দশকের বেশি সময় ধরে হচ্ছে না দ্বিপাক্ষিক সিরিজ। তাই এক একটি ম্যাচের জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয় ক্রিকেটভক্তদের।

তবে এবার এশিয়া কাপে যেন মেঘ না চাইতেই বৃষ্টির দেখা পেল দর্শকরা। এক সপ্তাহের ব্যবধানে এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয়ে গেল দুটি দলের।

২৮ আগস্ট এশিয়া কাপের গ্রুপ পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই লড়াইয়ে শেষ ওভারে গিয়ে ৫ উইকেট আর ২ বল বাকি থাকতেই জিতে যায় ভারত। পাকিস্তানের জন্য তাই সুপার ফোর পর্বের এই লড়াইটি এক অর্থে ছিল প্রতিশোধের। এমনিতেই মর্যাদার লড়াই। তার ওপর এক সপ্তাহ আগে হার। পাকিস্তান তাই যে করেই হোক চাইছিল প্রতিশোধ নিতে।

তাই গ্রুপ লীগের দ্বিতীয় ম্যাচে করে দেখালো পাকিস্তান।
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সুপার ফোরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল পাকিস্তান। রবিবার দুবাইয়ে রোহিত শর্মার ভারতকে ৫ উইকেটে হারায় বাবর আজমের দল।
ভারতের দেয়া ১৮২ রানের চ্যালেঞ্জ সামলাতে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতেই ১৮২ রান তোলে পাকবাহিনী।

অবশ্য এদিন পাকিস্তানের‍ শুরুটা যেমন হওয়া উচিত ছিল শুরুটা মোটেও তেমন হয়নি। পাওয়ারপ্লেতে খুইয়েছে বাবর আজমকে। চলতি এশিয়া কাপে যেন রান করতেই পারছেন না বাবর আজম। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে করেছিলেন ১০ রান, হংকংয়ের বিপক্ষে পরের ম্যাচেও করেছেন মোটে ৯। বাবরের ব্যাট আজও হাসেনি। ফিরেছেন ১৪ রান করে। তা সত্ত্বেও পাকিস্তান জিতে গেল এক বল বাকি থাকতেই। এর জন্য কৃতিত্ব দিতেই হবে রিজওয়ান ও নওআজকে। এই দুজনের জুটি পাকিস্তানকে জয় এনে দেয়। রিজওয়ান করেন ৫১ বলে ৭১ রান ও নওয়াজ তার বিধ্বংসী ব্যাটিং দেখিয়ে কুড়ি বলে করেন ৪২ রান।

এই না হলে ভারত-পাকিস্তান লড়াই! শেষ ওভার পর্যন্ত বোঝা যাচ্ছিল না, জিতবে কোন দল। টানটান উত্তেজনার সেই থ্রিলারে এক বল বাকি থাকতে ভারতকে হারালো পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে গ্রুপপর্বে হার দিয়েই শুরু হয়েছিল এশিয়া কাপ। সুপার ফোরে এসে যেন সেই হারের প্রতিশোধ নিয়ে নিলো বাবর আজমের দল।

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ ওভার পর্যন্ত জিইয়ে ছিল লড়াই। যাতে শেষ হাসি হাসে পাকিস্তান, এক বল আর ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় আনপ্রেডিক্টেবলরা।