চলতি বছরের ডিসেম্বর মাসে ভারত-বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে একটি দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ।
২০শে অক্টোবর, সেই সিরিজের নির্ঘন্ট ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ বোর্ডের ঘোষণা করা সেই সূচি অনুযায়ী এই সফরে ভারত খেলবে ৩টি ওডিআই এবং ২টি টেস্ট।
ডিসেম্বরের ৪,৭ এবং ১০ তারিখ তিনটি ওডিআই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং ১৪-১৮ ডিসেম্বর প্রথম টেস্ট হতে চলেছে চট্টগ্রামের জাহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং ২২-২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট এবং শেষ টেস্ট হবে ঢাকায়।
এই দুটি টেস্ট ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই দুটি টেস্ট জিতে নিতে পারলে ভারত পয়েন্টস টেবিলে অনেকটাই উন্নতি করবে। বর্তমানে তারা রয়েছে চতুর্থ স্থানে।