বিশ্বকাপ নিয়ে অন্যরকম ভবিষ্যৎবাণী করলেন বীরেন্দ্র শেহবাগ


আগামীকাল থেকে শুরু হতে চলেছে অষ্টম টিটোয়েন্টি বিশ্বকাপ এবং আগামী রবিবাসরীয় দুপুরে ভারতের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। প্রসঙ্গত দুটি দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছেন এবং দুটি দলই টুর্নামেন্ট জেতার জন্য একরকম ফেভারিট।


এরই মধ্যে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার কে হবেন তাই নিয়ে ভবিষ্যৎবাণী করলেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগ। সহবাগ মনে করেন পাকিস্তানের অধিনায়ক ও ওপেনিং ব্যাটার বাবর আজম হবেন এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। একটি সংবাদপত্রকে দেওয়া ইন্টারভিউতে শেহবাগ বলেছেন “বাবর অসাধারণ। ওকে দেখতেও বেশ ভালো লাগে। বিরাট কোহলি যখন ব্যাট করে তখন ওর মধ্যে একটা শান্তভাব থাকে এবং একইরকম ব্যাপার দেখা যায় বাবরের মধ্যেও।”
টিটোয়েন্টিতে শেষ এক বছর দুরন্ত ফর্মে আছেন বাবর। যদিও নিজের পারফরমেন্স দিয়ে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে তাকে ছাপিয়ে গিয়েছিলেন বিরাট, তবুও এই বছর টিটোয়েন্টি বিশ্বকাপে তাদের দ্বন্দ্ব দেখতে উৎসুক হয়ে অপেক্ষারত ক্রিকেটবিশ্ব।