আজ অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারী, সন্ধ্যা ৬টা বেজে ৫০ মিনিট থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি মহিলা টিটোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে চলেছে ভারতীয় দল।
দলের বিচারে দেখলে অস্ট্রেলিয়া ভারতের থেকে বরাবর পাল্লাভারি এবং বড়ো স্তরের ম্যাচের সর্বদাই ভারতকে পিছিয়ে দিয়েছে তারা। এইবছর নিজেদের গ্রুপের সবকটি ম্যাচ জিতে শীর্ষস্থানে শেষ করেছে তাঁরা এবং ইংল্যান্ডের কাছে হেরে নিজেদের গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করেছিল ভারত।
ভারতীয় দলের দিকে একঝলক দেখলে দেখা যাবে যে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় ব্যাটাররা। স্মৃতি মান্ধানা যেমন গত ম্যাচে দুরন্ত ৮৬ রানের একটি ইনিংস খেলেছিলেন, তেমনই সম্পূর্ণ টুর্নামেন্টে দুরন্ত ব্যাট করছেন উইকেটকিপার রিচা ঘোষ। বল হাতে ভারত অনেকটাই নির্ভর করছে রেণুকা সিং ঠাকুর এবং দীপ্তি শর্মার ওপর।
তবে ফর্মে থাকা ‘বিগ ম্যাচ প্লেয়ার’ এলিসে পেরি, বেথ মুনি, মেগ ল্যানিং,তাহিলা ম্যাকগ্রা, মেগান শুটদের সামনে জ্বলে উঠতে হবে তাঁদের এবং ফর্মে না থাকা হারমানপ্রীত কৌর ও অন্যান্যরাও কি করেন তার দিকে তাকিয়ে থাকবে ভারত।
ম্যাচ:-
মহিলা টিটোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল,২০২২-২৩
প্রতিপক্ষ:-
ভারত বনাম অস্ট্রেলিয়া
মাঠ:-
নিউল্যান্ডস গ্রাউন্ড, কেপটাউন
সরাসরি সম্প্রচার:-
সনি স্পোর্টস নেটওয়ার্ক, হটস্টার
সম্ভাব্য একাদশ:-
ভারত:-
স্মৃতি মান্ধানা, শেফালী ভার্মা, জেমাইমা রডরিগেজ, হারমানপ্রীত কৌর(অধিনায়ক), রিচা ঘোষ, পূজা বস্ত্রাকর, দেবিকা বৈদ্য, শিখা পান্ডে, রাজেশ্বরী গাইকোয়ার, রেণুকা সিং ঠাকুর।
অস্ট্রেলিয়া:-
আলিসা হিলি, বেথ মুনি, মেগ ল্যানিং(অধিনায়িকা), এলিসে পেরি, অ্যাশলে গার্ডেনার, তাহিলা ম্যাকগ্রা, গ্রেস হ্যারিস, জর্জিয়া ওয়ারহাম, অ্যালেনা কিং, মেগান শুট, ডারসি ব্রাউন।