প্রথমে শোনা যাচ্ছিল ভারত অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ধর্মশালার বদলে মোহালিতে অনুষ্ঠিত হতে পারে যদিও সেই সিদ্ধান্ত চূড়ান্ত ছিল না। আজ সকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে টুইট করে জানানো হয়েছে এই টেস্ট ম্যাচটি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পূর্ব নির্ধারিত কেন্দ্রের স্থান পরিবর্তনের কারণ হিসেবে যেটুকু জানা যাচ্ছে তা হল গত বছরের বর্ষার পর ধর্মশালার ক্রিকেট স্টেডিয়াম সংস্কার করার যে কাজ শুরু হয়েছিল তা এখন শেষ পর্যায়ে থাকলেও টেস্ট ম্যাচের আগে তা পুরোপুরি প্রস্তুত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। গতকাল বোর্ডের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ধর্মশালার মাঠ পরিদর্শন করে এবং তাদের পর্যবেক্ষণ অনুযায়ী এই মাঠ এখনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অনুপযুক্ত। আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত কাজ শেষ করা সম্ভব হলেও সম্পূর্ণ নতুন উইকেটে খেলতে হবে দুই দলকে কারন এবারের রনজি ট্রফিতে হিমাচল প্রদেশ এই মাঠে একটিও ম্যাচ খেলেনি। এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে। ফাইনালের ছাড়পত্র পেতে গেলে সিরিজ ন্যুনতম ২-০ ব্যাবধানে জিততে হবে ভারতকে। আপাতত রোহিত শর্মারা নাগপুর টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে। এমতাবস্থায় সম্পূর্ণ অপরীক্ষিত বাইশ গজে তৃতীয় টেস্ট খেলার ঝুঁকি নিয়ে সিরিজ জয়ের সম্ভাবনাকে প্রশ্নের মুখে ফেলতে রাজী নয় ভারতীয় দল তথা বি সি সি আই।এই চিন্তাভাবনার ফলশ্রুতি হিসেবে অপেক্ষাকৃত নিরাপদ তথা পরিচিত টেস্ট কেন্দ্র ইন্দোরকে নির্বাচন করা হয়েছে বলে অনুমান ক্রিকেট মহলের।