অ্যাসেজের পর আধুনিক ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর দ্বৈরথ শুরুর প্রাক্কালে পারস্পরিক শক্তির তুল্যমূল্য বিচারে সিরিজের ভবিতব্য সম্পর্কে আগাম ভবিষ্যতবাণী ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনাকে জোরালো মনে হচ্ছে।
ঘরের মাঠে ভারত বিগত এক দশকব্যাপী অপরাজিত এবং এই অপ্রতিরোধ্য ধারাবাহিকতা হেতু আসন্ন সিরিজে বিরাট কোহলিদের অবিসংবাদিত ফেভারিট মনে করলে তা যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ বিচ্যুত অতি সরলীকৃত মতবাদ হিসেবে গন্য হতে বাধ্য। নাগপুরের ঘূর্ণি উইকেটে অশ্বিন- জাদেজা -অক্ষর/কুলদীপ এর ত্রিফলার সৌজন্যে অ্যাডভান্টেজ ভারত বলা যাচ্ছে না যেহেতু নিরপেক্ষ চিন্তাভাবনা অনুযায়ী মনে হচ্ছে এবারের অষ্ট্রেলিয়া সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে প্রশিক্ষিত বিদেশী দল। ভারতীয় উপমহাদেশের বাইশ গজের চিরাচরিত চরিত্র তথা অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্টিভ স্মিথদের সিডনির কৃত্রিম টার্নারে অনুশীলনের ছবিই বলে দিচ্ছে ১৯ বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে অসিরা কতটা মরিয়া।৯৮ তে শেন ওয়ার্নকে মোকাবিলা করার প্রস্তুতি হিসেবে শচিনের খোঁড়া পিচে শিবরামকৃষ্ণনকে খেলার স্মৃতি রোমন্থন এক্ষেত্রে প্রাসঙ্গিক মনে হতে পারে যার ফলশ্রুতিতে চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলা ক্রিকেট ঈশ্বরের অবিস্মরণীয় শতরান ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা রূপকথা।অতএব ভারতীয় স্পিনারদের দাপটে প্রতিরোধ হীন আত্মসমর্পণের বহুল প্রচলিত চিত্রনাট্যে ব্যতিক্রম ঘটতে পারার ক্রিকেটীয় সম্ভাবনা যথেষ্ট। এমনিতে ঋষভ পন্থ হীন ভারতীয় ব্যাটিং এর সাম্প্রতিকতম স্বভাবসিদ্ধ আগ্রাসন কিভাবে পূরণ করা হবে সেটা ভারতীয় শিবিরের অন্যতম মাথাব্যথার কারণ। সূর্যকুমার যাদবকে বিকল্পের ভূমিকায় দেখতে পাওয়ার জল্পনা অব্যাহত এবং সেক্ষেত্রে কে এল রাহুল উইকেটকিপার এর দায়িত্বে থাকলে বিশেষজ্ঞ কিপার ছাড়াই পাঁচদিনের ক্রিকেটের আসরে ভারতীয় দলের রণকৌশল কতটা কার্যকরী ভূমিকা নেবে সেই প্রশ্নও থাকছে। সিরিজের ভাগ্য নির্নায়ক হিসেবে স্পিনারের ভূমিকা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সে বিষয়ে কোন দ্বিমতের অবকাশ নেই এবং রাহুল বা শ্রীকর ভরত যিনিই খেলুন না কেন পন্থের অভাব অনুভূত হতে বাধ্য।
অনুভব ব্যানার্জী