আগামীকাল থেকে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ২০২২-২৩ মরশুমের সেমিফাইনাল খেলতে মুখোমুখি হতে চলেছে বাংলা। পরপর তিনবার এই নিয়ে রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলছে বাংলা। সেই ম্যাচ নিয়েই রইল বিভিন্ন প্রশ্নের সমাধান।
*১) খেলার মাঠ:-*
_উত্তর:-_ খেলা হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে।
*২) ম্যাচের দিনলিপি:-*
_উত্তর:-_ ৮ই ফেব্রুয়ারী ২০২৩ থেকে ১২ই ফেব্রুয়ারী ২০২৩
*৩) সময়লিপি:-*
উত্তর:-
সকাল ৯:৩০-১১:৩০টা- প্রথম সেশন
সকাল ১২:১০টা- দুপুর ২:২০টো- দ্বিতীয় সেশন
দুপুর ২:৪০-বিকেল ৪:৩০- তৃতীয় সেশন
*৪) সম্প্রচার:-*
_উত্তর:-_ ১) স্টার স্পোর্টস নেটওয়ার্ক
২) ডিসনি+হটস্টার
*৫) বাংলার সম্ভাব্য পরিবর্তন:-*
_উত্তর:-_
কাজী জুনাঈদ সাইফির পরিবর্তে ওপেন করবে করণ লাল।
ঈশান পোড়েল এবং প্রদীপ্ত প্রামাণিকের মধ্যে কে খেলবেন- সিদ্ধান্ত হবে ম্যাচের আগে।
*৬) সম্ভাব্য একাদশ:-*
_বাংলা:-_
অভিমন্যু ঈশ্বরণ, করণ লাল,সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি(অধিনায়ক), অভিষেক পোড়েল, আকাশ ঘটক, শাহবাজ আহমেদ, আকাশদীপ, মুকেশ কুমার, ঈশান পোড়েল/প্রদীপ্ত প্রামাণিক।
_মধ্যপ্রদেশ:-_
যশ দুবে, হিমাংশু মন্ত্রী, শুভম শর্মা,রজত পতিদার, আদিত্য শ্রীবাস্তব(অধিনায়ক), অনুভব আগারওয়াল, হর্ষ গাওলি, সারাংশ জৈন, আবেশ খান, কুমার কার্তিকেয়, গৌরব যাদব।
*৭) সমীহ করার মতো নাম:-*
_বাংলা:-_
ওপেনার অভিমন্যু ঈশ্বরণ, তিন নম্বর সুদীপ কুমার ঘরামি এবং চার নম্বর অনুষ্টুপ মজুমদার রয়েছেন স্বপ্নের ফর্মে। এছাড়া শাহবাজ আহমেদ বল-ব্যাট দুক্ষেত্রেই হয়ে উঠতে পারেন সম্পদ। নজর থাকবে বাংলার পেস ত্রয়ীর দিকেও।
_মধ্যপ্রদেশ:-_
প্রথম চারের মধ্যে তিন ব্যাটারের রানই ৫০০ এর বেশী। এছাড়াও তাদের লম্বা ব্যাটিং লেজ বেশ ভোগাতে পারে বাংলাকে।
বোলিং বিভাগে শুরুর দিকে আবেশ খান এবং পরে দুই স্পিনার কুমার কার্তিকেয় এবং সারাংশ জৈন নিশ্চয় একটি ভয়ের জায়গা হিসেবে থাকবেন। বাংলা নিশ্চয়ই মাথায় রাখবে গতবার তাদের বীর বিক্রমের কথা।