শুভারম্ভ হলো জে. সি. মুখার্জী মেমোরিয়াল ট্রফির

সোমবারের চড়া রোদে ভবানীপুর নেটে অলোক প্রতাপ সিং, প্রদীপ্ত প্রামানিকদের সোজা ব্যাটে খেলে চলেছেন শুভ্রজিৎ দাস। কোচ আব্দুল মোনায়েম টিটোয়েন্টি প্র্যাক্টিসে এই প্রচেষ্টা দেখে প্রশ্ন করায় বললেন “ম্যাচে গিয়ে ঠিক মেরে দেবো। এখন সোজা ব্যাট ঠিক আছে।” আজ কুমারটুলির বিরুদ্ধে দেশবন্ধু পার্কে বিকেলের ম্যাচে প্রথম থেকেই চারদিকে শট খেলে ৯০ রানের মূল্যবান ইনিংস খেলে ভবানীপুরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন শুভ্রজিৎ। অন্য ওপেনার অভিষেক দাস ৭৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলায় ২৬৯ রানের লক্ষ্যমাত্রা খাড়া করে ভবানীপুর এবং সেই রানের মাত্র অর্ধেক রান কুমারটুলি তুলতে পারে নির্ধারিত ২০ ওভারে।

দেশবন্ধু পার্কে বড়িশা এবং বেলগাছিয়া ইউনাইটেডের ম্যাচও হলো একইরকম হাই-স্কোরিং। প্রথমে ব্যাট করে সায়ন কুমার বিশ্বাসের হাফ-সেঞ্চুরি, ঋত্বিক রায়চৌধুরীর ঝোড়ো ৪৫ এবং পরে করণ লাল (৬৯) এবং আয়ুষ পান্ডে (৫৩) দুর্দান্ত ব্যাটিং করলে বড়িশা ২৭৩ রান বোর্ডে তোলে। জবাবে ব্যাট করতে নেমে আজমের সিংয়ের দুরন্ত ব্যাটিংয়ে (৬৭) অক্সিজেন পায় বেলগাছিয়া। তবে গোলাম মোস্তাফার ৪ উইকেট তাদের আটকে দেয় ২০৭ রানে।

যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসে সকালের ম্যাচে ইস্টবেঙ্গল ৮৯ রানে হারায় কলকাতা ইউনিয়নকে। প্রথমে ব্যাট করে অধিনায়ক সায়ন শেখর মন্ডল (৪৩) এবং সুদীপ ঘরামীর (৩৪) ব্যাট স্কোরবোর্ডে ১৮১ তুলতে সাহায্য করে এবং পরে সন্দীপন দাসের বোলিং (৪-১০) কলকাতা ইউনিয়নকে ৯২ রানে শেষ করে দেয়।

ওই মাঠেই পরবর্তীতে মোহনবাগান ক্লাব, টালিগঞ্জ অগ্রগামীকে হারায় ৭২ রানে। অনুষ্টুপ মজুমদার ৪৩ বলে ৮৭ রান করে দলকে ১৯৭ রানে পৌঁছে দেন। অভিমন্যু ঈশ্বরণ করেন ৪৯ এবং শুভম সরকার পরের দিকে ৫ বলে ২২ করেন। পরবর্তীতে মোহনবাগানের বল হাতে দলগত প্রচেষ্টা টালিগঞ্জকে আটকে দেয় ১২৫ রানে।

রাজস্থান মাঠে তপন মেমোরিয়াল নেতাজী সুভাষ ইনস্টিটিউট দলের বিরুদ্ধে ঝোড়ো রান তোলা শুরু করে প্রথম থেকেই। কুলদীপ দেবতোয়াল এবং কাইফ আহমেদ দুজনেই ১০৩ রান করে বোর্ডে ২৫৭ রান তোলে। ব্যাট করতে নেমে ধর্মেন্দ্র সিং ৫ উইকেট নেওয়ায় নেতাজী দল টালমাটাল হয়ে যায়। মাইকেল প্রিয়দর্শন বেহেরা ৫৭ রান না করলে ১৪৮ এর গন্ডি টপকাত না নেতাজী।

কালীঘাট ক্লাব শুভম চ্যাটার্জীর ৬৫ এবং শ্রেয়াংশ ঘোষের দাপুটে ৬১ এর সাহায্যে ২৪৫ রান তোলে এবং জবাবে দক্ষিণ কলকাতা সংসদ ১৪৯ রান তোলে। কালীঘাটের হয়ে অমিত কুইলা, বদুপল্লী অমিত, অনন্ত সাহা, নাসিব আলম একটি করে উইকেট নেন।

টাউন ক্লাব অভিজিৎ গাঙ্গুলীর দাপটে স্পোর্টিং ইউনিয়নকে ৭০ রানে হারায়। পাইকপাড়া স্পোর্টিং, আনন্দবাজার স্পোর্টিংকে হারায় ২৯ রানে।

এছাড়া দেশপ্ৰিয় পার্কে ইস্টার্ন রেল সহজেই হারায় অবনমনে চলে যাওয়া ক্যালকাটা পোর্টকে। ইন্ডিয়ান বয়েজ অ্যাথলেটিক ক্লাব হারায় খিদিরপুর স্পোর্টিংকে। মহামেডান স্পোর্টিং হারায় ওয়াড়ি ক্লাবকে। রাজস্থান ক্লাব, এরিয়ান ক্লাবের কাছে রুদ্ধশ্বাস ম্যাচে পরাজয় স্বীকার করেছে।

এছাড়াও জয় পেয়েছে ক্যালকাটা কাস্টমস, শ্যামবাজার ক্লাব, মনোহরপুকুর মিলন সমিতি, জর্জ টেলিগ্রাফ, পুলিশ এসি এবং ক্যালকাটা পুলিশ।