ময়দানে হ্যাটট্রিক অর্ক সরকারের

ক্রিকেট মাঠে অন্যতম কঠিন কাজ হলো উইকেট নেওয়া এবং তার মধ্যে যদি সেটা হয় পরপর তিন বলে তিনটে তবে তা একটি বাড়তি কৃতিত্ব দাবি করে অবশ্যই।

ছবি : সিএবি

আজ কলকাতার ময়দানী ক্রিকেটে ঘটে গেলো এমনই ঘটনা। গয়েশপুর স্টেডিয়ামে ম্যাচ চলছিলো ভবানীপুর ক্লাব আর আর জর্জ টেলিগ্রাফ দলের মধ্যে।

প্রথমে ব্যাট করে জর্জ টেলিগ্রাফ দল প্রয়াস রায়বর্মনের (৫-৪৯) দাপটে মাত্র ১৯৮ রানে শেষ হয়ে যায় এবং ব্যাট করতে নেমে ভবানীপুর দল অগ্নিভ পানের দুর্দান্ত সেঞ্চুরি এবং অরিন্দম ঘোষের ৬৮ ও পরের দিকে অর্ক সরকারের ঝোড়ো ৫৪ রানের দাপটে ৩৬৮ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করে দেয়।

এরপর যখন জর্জ দল আবার ব্যাট করতে নামে তখন অমিত ওজ, যুবরাজ গুপ্ত এবং দিগন্ত নিয়োগীর (৭৬) চওড়া ব্যাটে রান তোলে ভালোই। পরবর্তীতে ইনিংসের ৭৪তম ওভারের শেষ তিনটি বলে তিনটি উইকেট নিয়ে ইনিংসের মেরুদন্ড ভাঙেন অর্ক।

৭৪তম ওভারের চতুর্থ বল প্রতিপক্ষ ব্যাটার অরুন মল্লিক উইকেটরক্ষক শুভ্রজিৎ দাসের হাতে ক্যাচ তুলে দেন এবং পরবর্তী দুটি বলে শাদাব হোসেন এবং বিকাশ চন্দ্র কেশরীকে বোল্ড করে হ্যাট্রিক পূর্ণ করেন অর্ক।

অর্ক ভবানীপুর ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে এই মরসুমেই। শ্যামবাজার ক্লাব থেকে তাকে ভবানীপুর দলে সুযোগ করে দেন কোচ আব্দুল মোনায়েম এবং একদিন প্রতিবেদককে বলছিলেন অর্ক কতটা কার্যকরী অলরাউন্ডার হতে পারে সেই বিষয়ে। আজ ৪টি চার ও সমসংখ্যক ছয়ের সাহায্যে ৫৪ রান এবং দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেওয়ায় সেই কথার সত্যতা প্রমাণ করলো ম্যাচের সেরা অর্ক।

আপাতত প্রথম ইনিংসে বিশাল লিড থাকায় ম্যাচ থেকে ৭টি মূল্যবান পয়েন্ট পেলো ভবানীপুর দল।