নিউজিল্যান্ড ইনিংসের উনিশতম ওভারে পরপর তিন বলে উইলিয়ামসন, নিসাম, স্যান্টেনার-কে ফিরিয়ে জসুয়া লিটল তাঁর হ্যাটট্রিক পূর্ন করলেও মূলত কেন উইলিয়ামসন- এর ব্যাটিংয়ে ভর করে ১৮৫ রান তোলে নিউজিল্যান্ড এবং প্রায় একইসঙ্গে বিশ্বকাপের প্রথম দল হিসেবে শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলে। কারণ এই বিশ্বকাপে এখনও এত রান সফলভাবে তাড়া করে সম্ভব হয়নি। প্রত্যাশা মতোই সোধি, স্যান্টেনার-দের দাপটে কুড়ি ওভারে ১৫০ রান এর বেশি তুলতে সক্ষম হয়নি আইরিশ শিবির।
৩৫ রানের এই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালই শুধু নিশ্চিত হলো না, সেই সঙ্গে সম্ভবত নিউজিল্যান্ড গ্রূপ শীর্ষে থাকাও নিশ্চিত করলো। গ্রুপের অপর দুটি দল অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের সামনেও নিউজিল্যান্ডের সমান ৭ পয়েন্ট তোলার সুযোগ আছে। কিন্তু নেট রানরেটে (২.১১৩) কেন উইলিয়ামসনদের টপকে যাওয়া প্রায় অসম্ভব।