ঈশানকে ছাড়াই বিজয় হাজারে ট্রফির জন্য প্রস্তুত বাংলা দল।


আগামী ১২ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে বিজয় হাজারে ট্রফি এবং গতকাল তার জন্য দল ঘোষণা করল সিএবি।
অধিনায়ক হিসেবে অভিমন্যু ঈশ্বরণ নেতৃত্ব দেবেন দল ও দলের ব্যাটিং বিভাগকে। ওপেনার হিসেবে দলের নেওয়া হয়েছে অভিষেক দাস এবং সুদীপ কুমার ঘরামিকে। এছাড়া ব্যাটার হিসেবে দলে রয়েছেন অভিজ্ঞ মনোজ তিওয়ারি এবং অনুষ্ঠুপ মজুমদার। রয়েছেন মুস্তাক আলী ট্রফিতে দারুণ খেলা ঋত্বিক রায়চৌধুরীও। কিপার হিসেবে দলে নেওয়া হলো অগ্নিভ পান ও অভিষেক পোড়েলকে।


অলরাউন্ড বিভাগ এবার বেশ জমজমাট বাংলা দলের। শাহবাজ আহমেদ, করণ লাল, ঋত্বিক চ্যাটার্জী স্পিন বিভাগে আছেন এবং পেসার অলরাউন্ডার হিসেবে থাকছেন সায়ন শেখর মন্ডল, আকাশ ঘটক।
বোলারদের মধ্যে পেসার হিসেবে মুকেশ কুমার, আকাশদীপ,গীত পুরী এবং রবি কুমার আছেন। স্পিনার হিসেবে রয়েছেন প্রদীপ্ত প্রামাণিক, শ্রেয়ান চক্রবর্তী এবং সুজিত কুমার যাদব।
আশ্চর্যজনকভাবে দলে নেই বাংলার পেসার ঈশান পোড়েল। চিকেন পক্স হওয়ায় সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলতে পারেননি তিনি। সুস্থ না হওয়ায় আসেননি সিএবি আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তার অসুস্থতাই তার অনুপস্থিতির কারণ কিনা তা অবশ্য জানা যায়নি।