হেডিংলে-তে অনুষ্ঠিত তৃতীয় একদিনের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় অমীমাংসিত ভাবে শেষ হলো ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যেকার একদিনের সিরিজ। প্রথম দুটি ম্যাচের মধ্যে একটি জিতেছিল ইংল্যান্ড এবং একটি দক্ষিণ আফ্রিকা। এদিন মাত্র ২৭.৪ ওভার খেলা হয়। তারপরই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত আগামী বুধবার থেকে শুরু হতে চলেছে দুই দলের মধ্যে তিন ম্যাচের টি২০ সিরিজ। দুই দলই এই সিরিজকে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছে বলেই জানা গেছে।