দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে তিন ম্যাচের একদিবসীয় সিরিজ জিতে নিল ভারত। দুটো ম্যাচই শেষ হলো টানটান উত্তেজনার মধ্যে দিয়ে।
খাতায় কলমে বেশ কিছুটা পিছিয়ে থাকা ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে শিখর ধাওয়ানের নেতৃত্বে একপ্রকার দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে ভারত। ফলে বেশ কিছু তরুণ প্রতিভার সামনে নিজেদের প্রমান করার সুযোগ ছিল। আর সেই সুযোগ বেশ ভালো ভাবেই কাজে লাগালেন গিল, সঞ্জু, হুডা, অক্ষর প্যাটেল-রা।
শেষ জন তো নিঃসন্দেহে দ্বিতীয় ম্যাচের নায়ক। বল হাতে এক উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ঠান্ডা মাথায় যেভাবে দলকে জিতিয়ে আনলেন, তা নিঃসন্দেহে বাড়তি প্রশংসার যোগ্য।