প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান নজির গড়লেন কোহলি

জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন বিরাট কোহলি। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন ডানহাতি এই ব্যাটার।

রবিবার গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৮ বলে অপরাজিত ৪৯ ইনিংস খেলেন কোহলি। এই ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে তার রান ছিল ১০ হাজার ৯৮১ রান। আজকের ইনিংসের পর প্রাক্তন ভারতীয় অধিনায়কের নামের পাশে এখন টি-টোয়েন্টিতে ১১ হাজার ৩০ রান। এ রান করতে বিরাট খেলেছেন ৩৫৪ ম্যাচ। এর মধ্যে ভারতের জার্সি গায়ে ১০৯ ম্যাচে করেছেন ৩ হাজার ৭১২ রান।

বিরাটের পরেই আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যিনি ৪০০ ম্যাচে সংগ্রহ করেছেন ১০ হাজার ৫৮৭ রান। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহের তালিকায় সবার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ৪৬৩ ম্যাচে ক্যারিবিয়ান তারকার মোট রান ১৪ হাজার ৫৬২। এ ছাড়া কাইরন পোলার্ড ও শোয়েব মালিক কোহলির চেয়ে এগিয়ে আছেন।