অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে সরাসরি বিবৃতি দিয়ে জানানো হলো যে আসন্ন বিশ্বকাপে জসপ্রীত বুমরাকে চোটের কারণে পাওয়া যাচ্ছে না।
দিন কয়েক আগেই বোর্ডের এক সূত্র মারফত সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে জসপ্রীত বুমরার বিশ্বকাপে খেলতে না পারার খবর। যদিও বোর্ডের তরফ থেকে সরাসরি কিছু জানানো হয়নি। ইতোমধ্যে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং কোচ রাহুল দ্রাবিড়ের বিভিন্ন বিবৃতি থেকে মনে হয়েছিল বোর্ড শেষ মুহূর্ত অবধি বুমরার জন্য অপেক্ষা করতে চাইছে। এমনও শোনা গিয়েছিল প্রয়োজনে বুমরাকে দলের সঙ্গে রেখে নকআউট পর্বে খেলানো হবে। কিন্তু সোমবার রাতে বোর্ড সচিব জয় শাহের বিবৃতিতে পরিষ্কার হয়ে যায় যে বুমরাকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিমান ধরতে চলেছে ভারতীয় দল। তবে বুমরার পরিবর্তে কে দলে আসবেন সেটা এখনও বোর্ডের তরফ থেকে জানানো হয়নি।