গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন ভারতের ব্যাটাররা। শুরুতে ঝড় তুললেন লোকেশ রাহুল। তিন নম্বরে নেমে তা চলমান রাখলেন বিরাট কোহলি আর রাহুল ফেরার পর রুদ্রমূর্তি ধারণ করলেন সূর্যকুমার যাদব।
এ দিন টপঅর্ডারের তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ২৩৭ রানের পাহাড়ে চড়েছে ভারত। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই রেকর্ড গড়ার পথে শেষ ছয় ওভারেই ১০৪ রান যোগ করেছে ভারত। কোহলি-সূর্যের জুটিতে এসেছে ৪২ বলে ১০২ রান।
আড়াইশর কাছাকাছি লক্ষ্য তাড়ায় ১ রানে দুই উইকেট, ৪৭ রানে তিনটি। দক্ষিণ আফ্রিকার নিভতে বসা আশার আলোয় শেষে গিয়ে প্রাণের সঞ্চার করলেন ডেভিড মিলার ও কুইন্টন ডি কক। খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি উপহার দিলেন মিলার। তাদের রেকর্ড গড়া জুটির পরও জিততে পারল না দক্ষিণ আফ্রিকা। মিলারের অনবদ্য ব্যাটিংয়ের পরও হেরে যাওয়া যেমন দক্ষিণ আফ্রিকার কাছে হতাশার তেমনই হতাশার বিশ্বকাপের আগে ভারতীয় দলের বোলিংয়ের চেহারা।
১৬ রানে ম্যাচ জিতেছে ভারত, ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় তিন ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত রোহিতদের।