ক্রিকেট এর প্রতি অসীম ভালোবাসা এবং পাগলামো থেকে যে যাত্রা শুরু করেছে উইলোর উইল সেটা আপনাদের ভালোবাসায় ভরে উঠুক, বড় হয়ে উঠুক, হয়ে উঠুক ভয়েস অফ ক্রিকেট (নাকি ক্রিকেট দর্পন) – এই লক্ষ্য নিয়েই টালমাটাল পায়ে পথ চলা শুরু করুক উইলোর উইল।
যে সমস্ত মানুষদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভালোবাসা প্রশ্রয় এবং উৎসাহ ছাড়া এইটুকু পথও চলা যেত না, যাঁরা উইলোর উইল এর প্রতি প্রথম দিন থেকে ভরসা দেখিয়েছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদের প্রত্যেকের কাছে উইলোর উইল সবিশেষ কৃতজ্ঞ। সেই সঙ্গে যে মানুষটির কথা না বললেই নয়, যিনি পাশে না থাকলে আজ উইলোর উইল দিনের আলো দেখতে পেতো না, তিনি দেবাশিস দত্ত মহাশয়।
তবে আমাদের সবার পরিশ্রম উৎসাহ উদ্যোগ তখনই সফল হবে যখন আপনারা উইলোর উইলকে নিজের করে নেবেন, যখন ক্রিকেট আর উইলোর উইল সমার্থক হয়ে উঠবে।