মার্শের নতুন জুটি

এ যেন ঠিক পরপর দুই বলে দুই উইকেটের পতন। বলা ভাল ইন্দ্রপতন। কয়েক ঘন্টার ব্যবধানে চলে গেলেন অস্ট্রেলীয় ক্রিকেটের দুই প্রজন্মের দুই খ্যাতনামা প্রতিনিধি। রিক্ত হলো অস্ট্রেলীয় ক্রিকেট, বিশ্ব ক্রিকেটও। 

কিছুদিন আগেই আমরা কয়েকদিনের ব্যবধানে হারিয়েছিলাম আমাদের অতি প্রিয় দুই সঙ্গীতশিল্পীকে। কোনরকম তুলনা অর্থহীন, কিন্তু প্রায় একই রকমভাবে এবার নিঃস্ব হলো ক্রিকেট দুনিয়া, অনেক কম সময়ের ব্যবধানে। আর এই ঘটনা যেন দেখিয়ে দিয়ে গেল যে জীবন কত অনিশ্চিত। যেখানে দ্বিতীয়জন প্রথমজনের মৃত্যুতে ট্যুইটার মারফত শোকবার্তা জ্ঞাপন করার সময় কেউ কল্পনাতেও আনতে পারেননি যে কিছুক্ষনের মধ্যে পুরো ক্রিকেট দুনিয়া তাঁরই মৃত্যুতে শোকাহত হবে।

ছবি : ফেসবুক

৪ঠা মার্চ ২০২২। ক্রিকেট দুনিয়া তার সমস্ত উদ্দীপনা, শুভেচ্ছা ও শুভকামনা নিয়ে প্রস্তুত হয়েছিল এই প্রজন্মের অন্যতম সেরা ব্যাটারের শততম টেস্ট এবং দ্বাদশ মহিলা বিশ্বকাপের উদ্বোধন উদযাপন করতে। কিন্তু সেই ‘উদযাপন” যেন আউট হয়ে গেল শেন ওয়ার্নের বলে রডনি মার্শের হাতে ক্যাচ দিয়ে। ক্রিকেট বিধাতা তার চিত্রনাট্যে যে এইরকম একটা গুগলি রাখবেন সেটা বোধহয় মার্শ এবং ওয়ার্নের কেউই কল্পনা করতে পারেননি।