প্রথম স্পেলেই অভিষেক স্মরণীয় করে রাখলেন পটস

একজন ১৯ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলে হয়ে গিয়েছেন ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার। প্রথমজন যখন টেস্ট অভিষেক করেছেন তখন দ্বিতীয়জনের বয়স ছিল পাঁচ।
প্রথমজন অর্থাৎ জেমস মাইকেল আ্যন্ডারসন এবং দ্বিতীয়জন অর্থাৎ টেস্ট-অভিষেককারী ম্যাথিউ পটসের বোলিং শৈলীতে আজ চলতি ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টের প্রথম সেশনের পরে বিপর্যস্ত নিউজিল্যান্ড।
দিনের শুরুতেই উইল ইয়ংকে (১) তৃতীয় স্লিপে জনি বেয়ারস্টো-র হাতে ক্যাচ দিয়ে ফেরৎ পাঠান আ্যন্ডারসন। এর মাত্র দু’ওভার পরেই ব্যাক-ফুট ড্রাইভ করতে গিয়ে আ্যন্ডারসনের বলে বেয়ারস্টো-র হাতে ক্যাচ দেন টম ল্যাথাম (১)। এর সঙ্গেই টেস্টে ২৭ বার দুই ওপেনারকে এক ইনিংসেই ফিরিয়ে রেকর্ড গড়লেন জেমস আ্যন্ডারসন। ছাপিয়ে গেলেন গ্লেন ম্যাকগ্রাকে (২৬)।


এরপরে দিনটা ছিল অভিষেককারী ম্যাথিউ পটসের নামে। অভিজ্ঞ কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে (২) কট বিহাইন্ড করানো থেকে শুরু করে ড্যারিল মিচেল (১৩) এবং টম ব্লান্ডেল (১৪) এই দু’জনে স্টাম্প উড়িয়ে দিয়ে অভিষেকেই বেশ উজ্জ্বল তিনি। টেস্ট কেরিয়ারের প্রথম সকালেই ৮-৪-৮-৩ বোলিং হিসেব নিয়ে লাঞ্চ করতে যাওয়া যেকোন খেলোয়াড়ের কাছে স্বপ্নের। এছাড়া ডেভন কনওয়ের (৩) উইকেট তুললেন স্টুয়ার্ট ব্রড।
প্রথম সেশন শেষে নিউজিল্যান্ড ২৪ ওভারে ৩৯-৬। এখন দায়িত্ব কলিন ডি গ্রান্ডহোম এবং কাইল জেমিসনের হাতে।