সিকিমের সঙ্গে চুক্তিপত্র সই সিএবির

বর্তমানে ভারতীয় ক্রিকেটে অন্যতম উন্নয়নশীল রাজ্য হলো সিকিম। এবার সেই সিকিমের সঙ্গে একটি ক্রিকেটীয় চুক্তি সই করলো সিএবি।
চুক্তি অনুযায়ী সিকিম রাজ্য ক্রিকেট সংস্থা দুটি দলকে পাঠাবে বাংলায় সিএবি একাদশের সাথে ম্যাচ খেলার জন্য। প্রথম দল অর্থাৎ সিকিম অনুর্ধ-১৯ মহিলা দল পাঁচটি একদিনের ম্যাচ খেলবে সিএবির অনুর্ধ-১৯ মহিলা দলের সাথে। এবং সিকিমের অনুর্ধ-১৬ ছেলেদের দল, সিএবির অনুর্ধ-১৬ ছেলেদের দলের সঙ্গে দুটি দুই দিনের ম্যাচ খেলবে।


এই প্রসঙ্গে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন: “সিকিম খুব ভালো ক্রিকেট খেলছে। আমাদের ওদের সঙ্গে সম্পর্কও খুব ভালো এবং আমরা একটি MoU চুক্তি সাক্ষর করেছি যাতে তাদের খেলোয়াড়রাও ভালো সুযোগ পায় এবং সিকিমের ক্রিকেটীয় পরিকাঠামোর উন্নতি করতে পারে। এই কারণেই সিকিম দল এখানে আসছে।”
তিনি আরো বলেছেন: “সিএবি সবসময়ই ক্রিকেটীয় ক্ষেত্রে উন্নয়নশীল রাজ্যগুলির পাশে দাঁড়িয়েছে এবং নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে আমরা তাঁদের সমস্ত রকম সাহায্য করবো এই কথাই দিয়েছি।”
সিএবি সচিব স্নেহাশিস গাঙ্গুলী বলেছেন “আমরা সিকিম দলকে সিএবিতে স্বাগত জানাই। আমরা তাদের ক্রিকেটকে সবসময় সাপোর্ট করেছি এবং তাঁরা যাতে নিজেদের উন্নতির ক্ষেত্রে সবরকম সাহায্য পান সেই সাহায্য আমরা এখনও করবো।”