লিগের প্রথম দুটি ম্যাচে পরাজিত হয়ে দিল্লী ক্যাপিটালস আজ নিশ্চিতভাবে চেষ্টা করবে জয়ের সরণীতে ফেরার এবং অপরদিকে থাকা রাজস্থান রয়্যালসের নজর থাকবে মরশুমে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেওয়ার।
আজ দিল্লী ক্যাপিটালসের নজর থাকবে নিজেদের পাওয়ারপ্লে ব্যাটিং আরো শক্তিশালী করার। ডেভিড ওয়ার্নার যখন অ্যাঙ্কারি রোল খেলছেন এবং পৃথ্বী সাউ, মিচেল মার্শ হচ্ছেন ব্যর্থ সেক্ষেত্রে মনীশ পাণ্ডের একাদশে আসা খুব স্বাভাবিক ব্যাপার। এছাড়াও পরে রোভমান পাওয়েল, অক্ষর প্যাটেল যখন ভালো হিট করছেন এবং নবাগত অভিষেক পোড়েলও বেশ স্বছন্দভাবে খেলেছেন, সেখানে দিল্লী ক্যাপিটালসের ব্যাটিং বেশ শক্তিশালী অবশ্যই। এছাড়াও কুলদীপ যাদবের স্পিন, মুকেশ কুমার, আনরিচ নোকিয়ার গতি তাদের বোলিংকে একটা বাড়তি সুবিধা অবশ্যই দেয়।
রাজস্থান রয়্যালস দলের অন্যতম বড়ো চিন্তা দেবদূত পাদিক্কালের অবস্থান। পাওয়ারপ্লে ওভারে যখন জস বাটলার এবং যশস্বী জয়সওয়াল সেট এবং তিনে অধিনায়ক সঞ্জু স্যামসন বেশ সুন্দর ফিট, সেইখানে তাঁর চার নম্বর ছাড়া কোথাও ব্যাট করার জায়গা নেই। শিমরণ হেটময়ের, জেসন হোল্ডারের সাথে তরুণ ধ্রুব জুরেলও ব্যাট করছেন দুরন্ত। বোলিং বিভাগে অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল আছেন এবং পেসার হিসেবে ট্রেন্ট বোল্ট, কে. এম আসিফ এবং হোল্ডারের উপস্থিতি বেশ শক্তিশালী করেছে ব্যাটিংকে।
পিচ রিপোর্ট:-
আজ বিকেলের খেলায় শিশিরভেজার প্রভাব পড়ার কোনো কারণ নেই তবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম স্পোর্টিং উইকেটের জন্যই পরিচিত। এই মাঠে প্রথম ব্যাট করা দলের গড় রান ১৫৬।
সম্ভাব্য একাদশ:-
দিল্লী ক্যাপিটালস:-
ডেভিড ওয়ার্নার(অধিনায়ক), পৃথ্বী সাউ, মনীশ পান্ডে, রাইলি রসৌ, রোভমান পাওয়েল, অভিষেক পোড়েল(উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, আমন খান, কুলদীপ যাদব, আনরিচ নোকিয়া, মুকেশ কুমার
ইমপ্যাক্ট সাব:- পৃথ্বী সাউয়ের পরিবর্তে খলিল আহমেদ
রাজস্থান রয়্যালস:-
জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন(অধিনায়ক ও উইকেটরক্ষক), রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরণ হেটময়ের, জেসন হোল্ডার, কে. এম আসিফ, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহল।