এবার অনিশ্চিত স্টোকস।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ রাতের দ্বৈরথ আই পি এল ইতিহাসের সবচেয়ে সফল দুই দলের এবং সেই লড়াই শুরু হ‌ওয়ার প্রাক্কালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের জন্য দুঃসংবাদ। এবারের নিলামে ১৬.২৫ কোটি মূল্যে কেনা ব্রিটিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকস চোটগ্রস্থ। অনুশীলন চলাকালীন গোড়ালিতে চোট পাওয়ায় স্টোকস আজকের ম্যাচে অনিশ্চিত। চিকিৎসকদের পরামর্শকে শিরোধার্য মনে করলে সুস্থ হয়ে ওঠার জন্য আপাতত তার দিন দশেকের বিশ্রাম জরুরি। মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে না পাওয়ার অর্থ হলুদ জার্সির উদ্বেগ বৃদ্ধি।

Ben Stokes will replace MS Dhoni as CSK captain straightaway in IPL 2023, says Ex-New Zealand star Scott Styris, READ inside

চলতি আই পি এল এ দুটি ম্যাচ খেলা স্টোকসের পারফরম্যান্স এখনও পর্যন্ত খুব চমকপ্রদ এমনটা যদিও বলা যাচ্ছে না।তবে বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এর বড় ম্যাচের চাপ সামলে সাবলীলভাবে নিজেকে মেলে ধরার দক্ষতা সুবিদিত।সেকথা মাথায় রেখেই আজকের ম্যাচে বেন স্টোকস ধোনিদের সেরা বাজি হতে পারতেন। কিন্তু গোড়ালির চোট আই পি এল এর অন্যতম শ্রেষ্ঠ মহারণ এর আগে চেন্নাই সুপার কিংসকে যে কিঞ্চিৎ ব্যাকফুটে ঠেলে দিল সেকথা বলাই বাহুল্য।এই ম্যাচের গুরুত্বের পরিপ্রেক্ষিতে স্টোকসকে যদি চোট উপেক্ষা করে শেষ পর্যন্ত খেলানোও হয় তবে সেটা তার পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞদের অভিমত। চেন্নাইয়ের ভবিষ্যতের অধিনায়ক এর ব্যাপারে এহেন সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নিতে পারার দুঃসাহস দেখাবে কিনা সেটা ক্রিকেটমহলের পক্ষে কৌতুহলী চর্চার বিষয়।