পরপর দুটো ম্যাচ জিতে ভারতীয় দল চলে গেছে এশিয়া কাপের সুপার ফোরে, প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারানো গেছে। স্বভাবতই ফুরফুরে মেজাজে রয়েছে ভারতীয় দল। আর এই সুযোগে অনুশীলনের ছুটি থাকায় ভারতীয় দল মেতে উঠলো আ্যডভেঞ্চার স্পোর্টসে।
দুবাইয়ে আটলান্টিসের নিকটবর্তী এক সী বিচে সকাল সকাল হাজির হয়ে যায় ভারতীয় দল। তারপর দেদার সার্ফিং, বোটিং-এ মাতলেন রোহিত বিরাটরা। নেট টাঙিয়ে বিচ ভলিবলও খেলা হলো। উপস্থিত ছিলেন রাহুল দ্রাবিড় সহ সাপোর্ট স্টাফরাও, তবে নিছক দর্শকের ভূমিকায়। এই ধরনের একনসঙ্গে করা মজা, হুল্লোড় দলের টিম স্পিরিট বাড়াবে বলেই চাহালদের বিশ্বাস।
এদিকে আজ সন্ধ্যেতে অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ। এই ম্যাচের বিজয়ী সুপার ফোরে জায়গা করে নেবে। ফলে স্থানীয় ক্রিকেট মহল নিদেনপক্ষে আর একটা ভারত-পাকিস্তান ম্যাচ দেখার আগ্রহে আজ পাকিস্তানের জয়ের দিকে তাকিয়ে আছে।