ইউনেস্কোকে ধন্যবাদসূচক পদযাত্রায় অংশগ্রহণ সিএবির


বাংলার দুর্গাপূজাকে সাংস্কৃতিক স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড নেশন্স এডুকেশন,সায়েন্টিফিক, কালচারাল অর্গ্যানাইজেশন। আজ অর্থাৎ ১লা সেপ্টেম্বর, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আয়োজন করে একটি পদযাত্রার। এই পদযাত্রায় অংশ নেয় সিএবিও।


সিএবি কর্তা,মহিলা ক্রিকেটার, স্কোরার এবং আম্পায়ার সকলেই সামিল হয়েছিলেন এই পদযাত্রায়। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী, সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া এবং সহ সভাপতি স্নেহাশিস গাঙ্গুলী ছিলেন মঞ্চে।
সকাল ১১টায় সিএবিতে আসেন অংশগ্রহণকারী সমস্ত ব্যক্তি। দুপুর ১২টায় তারা পৌঁছন পদযাত্রার সূচনাস্থান গিরিশপার্কে। সেখান থেকে দুপুর ২টোয় যাত্রা শুরু করে বিকেল ৪টেয় গন্তব্য রেড রোডে পৌঁছন সবাই।
মহিলা ক্রিকেটারদের মধ্যে ছিলেন মিতা পালের মতো ক্রিকেটার। সিএবি কর্মচারীদের মধ্যে ছিলেন রক্তিম বণিক, সুজিত সরকার প্রমুখ। স্কোরারদের মধ্যে উপস্থিত ছিলেন তনয় পন্তি,শুভজিৎ দাস,রবিন তালুকদার, সূর্যকান্ত পান্ডা। আম্পায়ারদের মধ্যে ছিলেন সৌমেন সিং,স্বস্তিক দত্ত চৌধুরী,কৌস্তভ দাস এবং সমীর ঘোষ।
সিএবি ছাড়াও ইস্টবেঙ্গল, মোহনবাগান,মহামেডান প্রভৃতি ক্লাব অংশগ্রহণ করে এই পদযাত্রাতে।