ক্রিকেট ও কার্জন

লর্ড কার্জন বাংলার তথা ভারতের রাজনৈতিক ইতিহাসে খুবই বিতর্কিত (অবশ্যই ধিক্কৃত) ব্যক্তি। এহেন ব্যক্তির ক্রিকেট সংযোগ নিয়ে অবশ্য খুব একটা আলোচনা হয় না। আসুন একঝলকে দেখে নিই কার্জনের ক্রিকেট সংযোগ কে। লর্ড কার্জনের বাবা ছিলেন চতুর্থ ব্যারণ কার্জন। তাঁর নাম আলফ্রেড ন্যথানিয়েল হোল্ডেন কার্জন। তার ১১ জন ছেলের দ্বিতীয় হলো জর্জ, কেডেলস্টোনের প্রথম মারকুইজ কার্জন। ঠাকুরদার বাবা ন্যথানিয়েল কার্জন ছিলেন দ্বিতীয় ব্যারণ।

যাই হোক, লর্ড কার্জনের নিজের দাদা আলফ্রেড ন্যথানিয়েল কার্জণ। তিনি জি এফ ভার্ণনের দলের হয়ে ১৮৮৯/৯০ এর ভারত সফর করেন, ৮টি ম্যাচ খেলে ৫০ রান করেন যদিও কলকাতায় খেলেননি। এছাড়াও ১৮৮৭ সালে ডার্বিশায়ার ফ্রায়ার্সের বিরুদ্ধে ১টি, ১৮৮৮ সালে লিভারপুলের হয়ে ৩টি ও ১৮৯০ সালে ডার্বিশায়ার ৫ম রেজিমেন্টের হয়ে ৩টি ম্যাচ খেলেন ও ১৩ ম্যাচে ৮৯ রান করেন। তার আর এক ভাই ফ্রান্সিস ন্যথানিয়েল কার্জণ ১৮৮২-১৮৯৭ সালের মধ্যে ৭টি ম্যাচ খেলেন ইটন রাংলার্স এর হয়ে। তাঁর কাকা জর্জ ন্যথানিয়েল কার্জণ ১৮৪৮ সালে অল ইংল্যান্ড ইলেভেনের হয়ে একটি ম্যাচ খেলতে নামেন ডার্বিশায়ার ও বার্টন অন ট্রেন্ট-এর হয়ে। লর্ড কার্জনের ঠাকুরদা রেভারেন্ড আলফ্রেড কার্জনের ভাই ফ্রেডরিখ ইমানুয়েল কার্জণ কার্জণ ও এইচ যে লয়েড দলের হয়ে ১৮২৯ সালে একটি ম্যাচ খেলেন। লর্ড কার্জণ নিজে ছিলেন ডার্বিশায়ারের সমর্থক। রঞ্জি ও লর্ড হক যখন কলকাতায় ১৯০৪-০৫ সালে ইডেনে খেলতে আসেন, তিনি তখন মাঠে ছিলেন।