অভিনব উদ্যোগ সি এস কে এর

ষোড়শ আই পি এল চলাকালীন চমকপ্রদ সুসংবাদ চেন্নাই সুপার কিংস সমর্থকদের জন্য।আগামী ৩০ শে এপ্রিল ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাব এর বিরুদ্ধে খেলবে চেন্নাই।সেই ম্যাচে চেন্নাই সমর্থকদের জন্য বিশেষ বন্দোবস্তের পরিকল্পনা করেছে সি এস কে ফ্র্যাঞ্চাইজি।একটি গোটা ট্রেন ভাড়া করা হচ্ছে তামিলনাড়ুর বিভিন্ন শহর থেকে চেন্নাই সমর্থকদের ম্যাচ দেখতে নিয়ে আসার কথা ভেবে।এই পরিকল্পনার অঙ্গ হিসেবে হুইসল পুডু এক্সপ্রেস নামক একটি ট্রেন ভাড়া করা হচ্ছে।সি এস কে সূত্র মারফত জানা যাচ্ছে ২৯ শে এপ্রিল রাতে ট্রেনটি ছাড়বে কন্যাকুমারী থেকে।যাত্রাপথে মোট চারটি স্টেশনে দাঁড়াবে এই ট্রেন।সেগুলি হল যথাক্রমে তিরুনেলভেলি,মাদুরাই,ডিন্ডিগুল ও ত্রিচি।

চেন্নাই সুপার কিংসের সরকারি চিঠি।

পাঁচশোর‌ও বেশী চেন্নাই সমর্থকদের নিয়ে এই ট্রেনের ৩০ শে এপ্রিল চেন্নাই পৌঁছবার কথা। যাত্রীদের ট্রেন ভাড়া, খাওয়াদাওয়া সহ যাবতীয় আয়োজনের সম্পূর্ণ খরচ চেন্নাই ফ্র্যাঞ্চাইজির।এমনকি সমর্থকদের বিনামূল্যে জার্সি, টুপি ইত্যাদি বিতরনের বন্দোবস্ত‌ও থাকছে বলে জানা গেছে।৩০ তারিখ এই ম্যাচ শেষ হ‌ওয়ার পরের দিন অর্থাৎ ১ লা মে হুইসল পুডু এক্সপ্রেস সমর্থক বোঝাই হয়ে আবার ফিরে যাবে কন্যাকুমারী।চেন্নাই ফ্র্যাঞ্চাইজির তরফে এহেন উদ্যোগ অবশ্য নতুন নয়।এর আগে ২০১৮ সালেও সমর্থকদের খেলা দেখার জন্য এক‌ইভাবে ট্রেন ভাড়া করেছিল সি এস কে কতৃপক্ষ। সেবার চেন্নাই আই পি এল খেতাব জিতেছিল। সেকথা মনে রেখেই কি এহেন চমৎকারিত্বের পুনরাবৃত্তি? এই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া যায় নি।