নতুন রেকর্ড লোকেশ কন্সিস্টেন্ট রাহুলের


বিগত তিনটি ম্যাচে খুবই খারাপভাবে ব্যর্থ হয়েছিলেন লোকেশ রাহুল। কিন্তু আজ কেকেআরের বিরুদ্ধে জয় অপরিহার্য এমন ম্যাচে একটি দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করলেন তিনি।
আজ কেকেআরের বিরুদ্ধে তাঁর ইনিংস যখন ৩১ রানে দাঁড়িয়ে তখন ২০২২ আইপিএলে ৫০০ রান পূর্ণ করলেন লোকেশ রাহুল। সেই সঙ্গে তিনি রেকর্ড করলেন পাঁচটি পরপর আইপিএল মরশুমে ৫০০ রান করার নজির। ২০১৮ সালের আইপিএল থেকে আর আজ অবধি সব মরসুমেই রাহুল ৫০০ এর বেশী রান করেছেন।


২০১৮ আইপিএলে ৬৫৯ রান, ২০১৯ আইপিএলে ৫৯৩ রান, ২০২০-২১ আইপিএলে ৬৭০ রান, ২০২১ আইপিএলে ৬২৬ রান এবং চলতি সিজনে এখনও অবধি ৫২২ রান করেছেন রাহুল। সর্বমোট আইপিএলে তাঁর ১০৭ ম্যাচ খেলা হয়েছে এবং তাতে ৪টি সেঞ্চুরি এবং ৩০টি হাফ-সেঞ্চুরিসহ ৩,৮৯৫ রান করেছেন তিনি।
আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস দলের প্রতিনিধিত্ব করেছেন রাহুল এবং তিনবার তিনি পেয়েছেন কমলা টুপি। যদিও অধিনায়ক হিসেবে কখনোই দলকে প্লে-অফ স্তরে পৌঁছে দিতে পারেননি।
৫০০ রান করার ক্ষেত্রে রাহুলের আগে আছেন শুধুই ডেভিড ওয়ার্নার যিনি ৬টি মরশুমে ৫০০ বা তার বেশী রান করেছেন। এছাড়া ৫বার এই কীর্তি করে রাহুলের সঙ্গেই আছেন বিরাট কোহলি আর শিখর ধাওয়ান।