কলকাতা দেখলে কিভাবে জ্বলে ওঠেন ডি’কক

চলতি লখনৌ সুপারজায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচে আইপিএলে নিজের দ্বিতীয় আইপিএল সেঞ্চুরি করেছেন প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি’কক।
এছাড়া আরো আশ্চর্যভাবে দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স সামনে পড়লেই যেন মারাত্মকভাবে জ্বলে ওঠেন কুইন্টন। শেষ পাঁচটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সর বিরুদ্ধে তার রান ৭৮*, ২, ৫৫, ৫০ এবং ১৪০। অর্থাৎ পাঁচটি ইনিংসে ৩২৫ রান করেছেন ১০৮.৩৩ গড়ে এবং তাঁর স্ট্রাইক রেট ১৭০। আজ কেকেআরের বিরুদ্ধে তাঁর করা এই ১৪০ এই আইপিএলে কোনো খেলোয়াড়ের করা একক সর্বোচ্চ এবং কুইন্টনের ক্যারিয়ারেও সর্বোচ্চ টিটোয়েন্টি স্কোর।


এছাড়া টিটোয়েন্টি ক্রিকেটে মোট ৪৯ বার পঞ্চাশের বেশী রান করেছেন কুইন্টন এবং তা করে তিনি ছাপিয়ে গেলেন পাকিস্তানের কিপার ব্যাটার কামরান আকমলকে (৪৮)।
আইপিএলে কেকেআরের বিরুদ্ধে লখনৌর তোলা এই ২১০ রান এখনও অবধি সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ এবং দ্বিতীয় সর্বোচ্চ পার্টনারশিপ যেকোনো উইকেটের জন্য। কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধে এই পার্টনারশিপ যে কোনো উইকেটের জন্য যে সর্বোচ্চ তা বলাই বাহুল্য।
ইনিংসের শুরুতে উমেশ যাদবের বলে থার্ড ম্যানে কুইন্টনের একটি হাই ক্যাচ ছাড়েন আইপিএল অভিষেক-করা অভিজিৎ তোমর। আজ হেরে কেকেআর বিদায় নিলে আফসোসের শেষ থাকবেনা হয়তো অভিজিৎ তোমরের।