কুরুভিল্লার পদত্যাগে চেতনরা এখন ৪

পাঁচ নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দল নির্বাচন করবেন চার জন নির্বাচক। পদত্যাগ করেছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার আ্যবে কুরুভিল্লা। তার জায়গায় পঞ্চম নির্বাচক হিসেবে নতুন করে কাউকে মনোনীত করা হয়নি। তাই চেতন শর্মা, সুনীল জোশি, দেবাশিস মোহান্তি এবং হরবিন্দার সিং এঁরা দল নির্বাচনের দায়িত্বে থাকবেন। আ্যবে-কে বোর্ডকর্তারা সম্প্রতি গেম ডেভলপমেন্ট ম্যানেজার হিসাবে নিয়োগ করায় নির্বাচকের জায়গা ফাঁকা হয়েছে। সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার কথা চলছে, তাই-ই যদি হয়, তাহলে, দল নির্বাচনের ক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় রাখতে হবে। তার কারণ ২০১৫ এবং ২০১৯ সালে ভারত সফরে এসে দক্ষিণ আফ্রিকা কিন্তু হেরে দেশে ফেরেনি। ২০১৫-তে ভারত হেরেছিল ০-২ ব্যবধানে তো ২০১৯ সালে ফলাফল হয়েছিল ১-১।

এবার?

ভারত যদি জিততে চায়, তাহলে কিন্তু নবাগতদের দিকে তাকিয়ে থাকতে হবে। এবি ডিভিলিয়ার্স, হাসিম আমলা, ফ্যাফ ডুপ্লেসি, জেপি ডুমিনিরা এখন আর নেই। ওরাই কিন্তু চমক দেখিয়েছিল ভারত সফরে এসে। সঙ্গে ছিল রাবাডা তান্ডব। এবারের দলটাও মন্দ নয়। বাভুমারা লড়াকু দল হিসেবেই পরিচিত। তাই চেতন শর্মাদের যথেষ্ট পরিশ্রম করেই দল বাছতে হবে।