মরশুম শুরুর নির্ঘন্ট ঘোষণা সিএবির


ভবানীপুর ও কালীঘাট দলের মধ্যে হওয়া লিগ ফাইনাল দিয়ে ২০২১-২২ মরশুম শেষ হয়েছিল ২০২২ সালের ৪ঠা জুলাই। চলতি বছর ২০শে নভেম্বর থেকে শুরু হতে চলেছে ২০২২-২৩ মরশুমের ক্রিকেট মরশুম।


প্রথমে প্রথম সারির আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার লিগ প্রতিযোগিতা। খেলা হবে লাল বলে। যেহেতু রনজি ট্রফির জন্য ইডেন গার্ডেন্স মাঠ পাওয়া যাবেনা তাই যাদবপুর ইউনিভার্সিটির দ্বিতীয় ক্যাম্পাস,আদিত্য অ্যাকাডেমি, বারাসাত :বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি, কল্যাণী:ভিডিওকন মাঠ, সল্টলেক: গোয়েশপুর স্টেডিয়াম, কল্যাণী এবং দেশবন্ধু পার্কে অনুষ্ঠিত হবে সিএবির এই ম্যাচগুলি।
প্রথম দিন অর্থাৎ ২০শে নভেম্বর পাইকপাড়া স্পোর্টিং ও বরিশা স্পোর্টিং মুখোমুখি হবে দেশবন্ধু পার্কে, ভবানীপুর ক্লাব, শ্যামবাজারের বিপক্ষে খেলবে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে এবং কালীঘাট ক্লাব, পুলিশ এসির বিপক্ষে খেলবে বারাসাতের আদিত্য অ্যাকাডেমিতে।
এবার সুপার লিগের খেলায় একটি গুরুত্বপূর্ণ বদল এনেছে সিএবি। সুপার লিগের খেলাগুলি এবার ৮৫ ওভারের জায়গায় হবে ৯০ ওভারের। নির্ধারিত সময় এগিয়ে নিয়ে আসা হয়েছে আধ ঘন্টা, অর্থাৎ ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে।