বিপত্তিতে উপযোগী ইনিংস ঋদ্ধিমান সাহার। লড়াকু রান ত্রিপুরার।


গত ম্যাচে বিক্রম দাস ব্যর্থ প্রমাণিত হওয়ার পরে ঘরোয়া লিগে ভালো খেলা উদিয়ান বসুকে দিয়ে আজকের গুজরাট ম্যাচে ওপেন করানোর সিদ্ধান্ত নেয় ত্রিপুরা টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রথম বলেই আউট হয়ে যান উদিয়ান। এছাড়াও এই বিজয় হাজারে ট্রফিতে সেঞ্চুরি করা বিশাল ঘোষও(৪) হলেন ব্যর্থ। তিন নম্বরে ব্যাট করতে নামা শুভম ঘোষ ফিরে গিয়েছেন ৫ রানে, চার নম্বরে ব্যাট করতে আসা সুদীপ চ্যাটার্জী আজ রানের খাতাই খুলতে পারলেন না। একসময় যখন ২২ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে ত্রিপুরা, তখন ক্রিজে থাকা দীপক ক্ষত্রির সঙ্গে ব্যাট করতে আসেন অধিনায়ক ঋদ্ধিমান সাহা।


শুরু থেকেই ঋদ্ধি আজ ছিলেন সপ্রতিভ। উল্টোদিকে থাকা দীপক ক্ষত্রি যখন কিছুটা অতিসাবধানী তখন বেশ স্ট্রোক খেলছিলেন ঋদ্ধি। দীপক ক্ষত্রির সঙ্গে ঋদ্ধিমানের ৮৭ রানের পার্টনারশীপ ত্রিপুরাকে ম্যাচে ফেরার আশ্বাস দেয় কিছুটা, কিন্তু কিছুক্ষণ পরেই নতুন আসা ব্যাটার রজত দেয় ১ রানে আউট হওয়ায় ত্রিপুরার ওপর ব্যর্থতার খাড়া ঝুলতে থাকে আবার।
যদিও অভিজ্ঞ ব্যাটার মণিশঙ্কর মুড়া সিং ক্রিজে এসে ঝোড়ো রান তলায় চাপে পড়েনি ত্রিপুরা। ঋদ্ধিমান যখন নিজের চতুর্থ লিস্ট এ সেঞ্চুরির দিকে এগোচ্ছেন তখন কাঠন প্যাটেলের বল স্ট্যাম্পে ঢুকে পড়ায় তার ইনিংসের যবনিকা পতন হয় ৮১ রানের মাথায়। এরপর মুড়া সিংয়ের ঝোড়ো ব্যাটিং ত্রিপুরাকে ২২৮ রানের লড়াকু স্কোরে পৌঁছে দেয়। মুড়া সিং ৫৯ বলে ৬৯ রান করেন।
চলতি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে আছেন ঋদ্ধিমান। প্রথম ম্যাচে ৮ রানে অপরাজিত থাকার পরে চন্ডিগড় ম্যাচে পান সেঞ্চুরি এবং গুরুত্বপূর্ণ সময়ে এসে ৩৩ করেন হিমাচল প্রদেশের বিরুদ্ধে এবং গুজরাটের বিরুদ্ধে আজ করলেন ৮১।
টপ অর্ডার যদি ফর্মে ফেরে, ত্রিপুরা ব্যাটিং কিন্তু হয়ে যাবে দুর্দান্ত।