বাঁয়ে হাত কা খেল

দুজন ব্যাটসম্যানই বাঁ-হাতি। দুজনেই বাংলা সিনিয়র দল থেকে আপাতত ব্রাত্য। একজন সরাসরি স্কোয়াড থেকেই হয়েছেন অপসারিত এবং দ্বিতীয়জন স্কোয়াডে থেকেও গ্রুপ-স্তরে খেলতে পারেননি একটাও ম্যাচ।

ছবি সিএবি

আজ ভবানীপুর দলের হয়ে এরিয়ান ক্লাবের বিরুদ্ধে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন কৌশিক ঘোষ এবং অভিষেক রমণ।

ম্যাচের প্রথম বলেই ওপেনার অভিষেক দাস সুরজ সিন্ধু জয়সোওয়ালের বলে আউট হয়ে ফেরার পর থেকেই দুজনে মিলে হাল ধরেন ভবানীপুর দলের। এবং তারা ব্যাট করতে নামার পর থেকেই এরিয়ান বোলারদের অবস্থা হয় বীভৎস। একের পর এক ওভার নিজেদের মধ্যে চমৎকার বোঝাপড়ায় খেলে দুজনেই করেন সেঞ্চুরি।

দিনের শেষে তাঁদের মধ্যে ৩১২ রানের পার্টনারশীপ হয়েছে ৬৬ ওভারে। কৌশিক অপরাজিত ১৪৮ রানে এবং অভিষেক রমণ অপরাজিত ১৫৩ রানে। ম্যাচের পরে কৌশিক বললেন “অনেকদিন পরে সেঞ্চুরি করলাম। বেশ ভালো লাগছে।” অভিষেক রমণকে ডাবল সেঞ্চুরির কথা বলতেই তিনি চেষ্টা করার আশ্বাস দিলেন।

দিনের অন্য ম্যাচে কৌশিক গিরির দাপুটে ৭২ পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে ২৯৩ রানে পৌঁছে দিয়েছে। দিনের শেষে অভিমন্যু ঈশ্বরন ৭ এবং প্রিনান দত্ত ১৭ অপরাজিত থাকায় মোহনবাগান আপাতত ২৫-০।