তৃতীয় লিগ জয় ভবানীপুরের, উৎসর্গ করা হলো প্রয়াত শম্পা বসুর নামে

ইডেন গার্ডেনসের মাটিতে সুপার লিগ ফাইনালে কালীঘাট দলকে সম্পূর্ণ পরাস্ত করে শেষ চারবারে তিনবার লিগ জিতে নিলো ভবানীপুর ক্লাব।
প্রথমে ব্যাট করে ঋতম পোড়েল এবং শুভম চ্যাটার্জীর ব্যাট কালীঘাটকে ভালো জায়গায় পৌঁছে দিলেও পরবর্তীতে লোয়ার অর্ডার ভাঙ্গন কালীঘাটের ইনিংসকে ২৮৪ রানে শেষ করে দেয়। এরপরে ব্যাট করতে নেমে ভবানীপুরকে শুরু থেকেই দুর্দান্ত জমাট লাগতে শুরু করে। অভিষেক দাস শুরু থেকে ভালো ব্যাট করে ৬৮ রানের একটি ইনিংস খেলেন। অভিষেক রমন এবং কৌশিক ঘোষ ব্যর্থ হলেও খুব সমস্যা হয়নি ভবানীপুরের। এরপরে অগ্নিভ পান এসে ১৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে যাওয়ায় জয় নিশ্চিত হয় ভবানীপুরের।


পঞ্চম দিনের শুরুতে যখন আমির গনির সেঞ্চুরি হতে মাত্র ১০ রান বাকি তখন কট বিহাইন্ড হয়ে গিরে আসেন গনি। পরে প্রদীপ্ত প্রামানিক ঝোড়ো ইনিংস খেলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। পরবর্তীতে ব্যাট করতে আসা দুর্গেশ দুবেকেও বেশ জমাট লাগে।
এরপরে ব্যাট করতে নামলে মিথিলেশ দাসকে ফিরিয়ে দেন অভিষেক দাস। শ্রেয়াংশ ঘোষ বেশ কিছু বাউন্ডারি মেরে ৩৭ রান করলেও শেষে অগ্নিভ পানের বলে ফিরে যান।
ট্রফি জেতার পরে কোচ আব্দুল মোনায়েম, অধিনায়ক সন্দীপন দাস বলেন এই ট্রফি তাঁরা উৎসর্গ করতে চলেছেন ভবানীপুর ক্লাব সচিব সৃঞ্জয় বসুর মা প্রয়াত শম্পা বসুকে।