বাংলা বনাম মধ্যপ্রদেশ। তৃতীয় দিন, প্রথম সেশন

আজ সকালে যখন দুই নৈশপ্রহরী ব্যাট করতে নামছেন তখন সমীকরণ ছিল বেশ সহজ। দুই নৈশপ্রহরীর একজন তাড়াতাড়ি আউট হবেন এবং এরপর আসল প্রতিরোধ শুরু করবেন রজত পাতিদার প্রমুখ অন্যান্যরা।

হলোও কিছুটা তাই। অনুভব আগারওয়াল মুকেশ কুমারের বলে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরা ছিল বেশ প্রত্যাশিত। কিন্তু এরপর নামা রজত পাতিদার যে এতো তাড়াতাড়ি পাভিলিয়নের রাস্তা দেখবেন তা হয়তো ভাবেননি কেউ। আকাশদীপের একটি ভেতরে আসা ডেলিভারির সামনে সম্পূর্ণ নিরুত্তর হয়ে যান রজত। এরপর ৬০-৪ হয়ে যাওয়া মধ্যপ্রদেশের সামনে রক্তের স্বাদ পাওয়া বাংলা যেন ঝাঁপিয়ে পড়লো বিক্রমে।
অধিনায়ক আদিত্য শ্রীবাস্তব সম্পূর্ণ মরশুমেই রয়েছেন অফ-ফর্মে। সেই তিনি যখন কিঞ্চিৎ প্রতিরোধ শুরু করেছেন তখন শাহবাজের একটি সোজা বলে লেগ বিফোর হয়ে ফেরেন ব্যক্তিগত ৭রানে। এরপর ব্যাট করতে আসা ভেঙ্কাটেশ আইয়ার(৭) স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় আকাশদীপকে একটি ছক্কা মারলেও শাহবাজের একটি হঠাৎ লাফানো বলে শর্ট লেগে সুদীপ কুমার ঘরামির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
বাংলার সমীকরণ মেলেনি একটাই। এখনো অটল আছেন গতকালের ব্যাটার সারাংশ জৈন। অভিষেক পোড়েল একবার তার ক্যাচ ফেলার সুযোগ পূর্ণভাবে নিয়ে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। আপাতত মধ্যপ্রদেশ ১২৪-৬। দুজন ব্যাটারের পতনের অপেক্ষা।