আকাশদীপের পাঁচ উইকেটে মুখ থুবড়ে পড়লো মধ্যপ্রদেশ।

গৌরব যাদব সামান্য কয়েক ইঞ্চির জন্য ক্রিজে ঢুকতে না পারায় উচ্ছাস ছড়িয়ে পড়লো বঙ্গ শিবিরে। বাংলার লিড গিয়ে দাঁড়ালো ২৬৮।
মধ্যাহ্নভোজের বিরতির পরে ১২৩-৬ অবস্থা থেকে মধ্যপ্রদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিলেন আকাশদীপ। তার একটি গুড লেংথে পিচ করা বলে দেরিতে মুভমেন্ট হওয়ায় নিজের স্ট্যাম্প হারিয়ে বসেন ক্রিজে জমাট সারাংশ জৈন(৬৫)। এর ঠিক পরের বলেই গতিতে পরাস্ত হয়ে নিজের উইকেট দেন নতুন ব্যাটার কুমার কার্তিকেয়।


তারপরে উইকেট নেওয়ায় বিরতি ছিল কিছুক্ষণ এবং আবার আবেশ খানকে অফস্ট্যাম্পর বাইরে চ্যানেল বোলিং করে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ তুলতে বাধ্য করেন আকাশ এবং পূর্ণ করেন নিজের পঞ্চম উইকেট।
কিছুটা পাল্টা লড়াই করার প্রয়াস করেন শুভম শর্মা। আঙুলে চোট নিয়েও এগারো নম্বর ব্যাটারকে নিয়ে বেশ কিছুক্ষণ বড়ো শট খেলে ৪৪ রান সংগ্রহ করেন তিনি। কিন্তু ইনিংসের ৭৯তম ওভারের শেষ বলে যখন সিঙ্গেল নেওয়া বাধ্যতামূলক, তখন শর্ট থার্ডম্যানে ঠেলে সিঙ্গেল নিতে গেলে অনুষ্টুপ মজুমদার-অভিষেক পোড়েলের মিলিত প্রয়াস গৌরব যাদবকে ফিরিয়ে দেয় ড্রেসিংরুমে।
এর সঙ্গেই নিশ্চিত হয় বাংলার ২৬৮ রানের লিড এবং সম্ভবত রঞ্জি ফাইনালও।