পরাজয় দিয়ে গ্রুপ লিগ শেষ বাংলার


গ্রুপ লিগের শেষ ম্যাচে জয়লাভ করে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে অপরাজিত থেকে নকআউট পর্যায়ে কোয়ালিফাই করার সুযোগ ছিল বাংলার কাছে। কিন্তু অঙ্কিত কৌশিকের দুরন্ত ব্যাটিং এবং ভগমেন্দ্র ল্যাথারের করা অসাধারণ অলরাউন্ড পারফরমেন্স বাংলাকে পয়েন্ট টেবিলে একটা পরাজয়ের দাগ রাখতে বাধ্য করল।


চন্ডিগড়ের বিরুদ্ধে লখনৌর একানা স্পোর্টস সিটিতে আজ বাংলার হয়ে ওপেন করতে নেমেছিলেন অভিষেক পোড়েল এবং অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু শুরুতেই অভিষেক পোড়েল জগজিৎ সিংয়ের বলে মাত্র ২ রান করে ফিরে যান এবং এরপরেই অগ্নিভ পান এবং সুদীপ ঘরামিও যথাক্রমে ৬ ও ৫ রান করে ফিরে যান। একসময় যখন বাংলা ২৪ রানে ৩ উইকেট খুইয়ে ধুঁকছে তখন ব্যাট করতে নেমে হতাশ করেন ঋত্বিক রায়চৌধুরীও। বাংলার হয়ে অভিমন্যু ঈশ্বরণ ছাড়া কোনো ব্যাটারই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। শাহবাজ আহমেদ ১০ বল খেলে ১৫ রান করলেও সহঅধিনায়ক ঋত্বিক চ্যাটার্জী করেন মাত্র ৮।
অভিমন্যু ঈশ্বরণ ৪৬ রান করে যখন আউট হন তখন বাংলা সপ্তম উইকেট হারিয়েছে ১০২ রানে এবং রানরেট তখনও ছয়ের কম। এরপর করণ লাল ও প্রদীপ্ত প্রামাণিক পাল্টা মার দেওয়া শুরু করেন। করণ লাল ১২ বল খেলে ৩টি ছক্কা এবং ১টি চার মেরে ২৭ রান করেন এবং প্রদীপ্ত প্রামাণিক ১টি চার ও ১টি ছক্কা মেরে ১৫ রান করেন। ফলত বাংলা শেষ করে ১৩৫-৮ স্কোরে। চন্ডিগড়ের হয়ে জগজিৎ সিং ৩টি, ভগমেন্দ্র ল্যাথার ২টি উইকেট নিয়ে নেন
ব্যাট করতে নেমে কখনোই খুব চাপে পড়েনি চন্ডিগড়। অধিনায়ক মানান ভোরা এবং সদ্য অনুর্ধ-১৯ খেলে আসা হরনুর সিং বেশ ভালো একটা শুরু করেন চন্ডিগড়ের হয়ে। এরপর গীত পুরীর বলে মানান এবং আকাশদীপের বলে হরনুর আউট হলেও এরপরে অঙ্কিত কৌশিক ও ভগমেন্দ্র ল্যাথার একটাও সুযোগ দেননি বাংলার বোলারদের। তাঁরা এতোই মজবুত ব্যাটিং করতে থাকেন যে বাংলার স্পিন ত্রয়ী একেবারেই ফিকে হয়ে যান। শাহবাজ আহমেদ, প্রদীপ্ত প্রামাণিকের ইকোনমি ছাড়ায় ৯ এবং ঋত্বিক চ্যাটার্জীও আজ পাননি কোনো উইকেট। ফলত চন্ডিগড় ১৭ বল ও ৮ উইকেট বাকি থাকতে জিতে নেয় ম্যাচ।
এই পরাজয়ের ফলে ৬ ম্যাচ শেষে বাংলা গ্রুপস্তর শেষ করলো ১৮ পয়েন্টে। ছত্তিশগড় সমান পয়েন্টে শেষ করলেও বাংলার থেকে তারা নেট রানরেটে পিছিয়ে থাকায়(বাংলা +২.০৪৩, ছত্তিশগড় +১.৬০০) সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা।